নতুন আরেকটি যোগাযোগ-উপগ্রহ মহাশূন্যে পাঠালো চীন
  2019-10-18 10:20:44  cri

অক্টোবর ১৮: যোগাযোগ-প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে আরেকটি নয়া কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠিয়েছে চীন। গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় দিবাগত রাত ১১টা ২১ মিনিটে সিছাং উপগ্রহ উত্ক্ষেপণকেন্দ্র থেকে লংমার্চ-থ্রিবি পরিবাহক-রকেটের মাধ্যমে উপগ্রহটি উত্ক্ষেপণ করা হয়। এটি এধরনের চতুর্থ কৃত্রিম উপগ্রহ।

উত্ক্ষেপণের নির্দিষ্ট সময় পর উপগ্রহটি নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। উপগ্রহটি মাল্টি-ব্যান্ড ও উচ্চগতির যোগাযো-প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে।

এ নিয়ে লংমার্চ ধারাবাহিক পরিবাহক-রকেট ৩১৫ বারের মতো মহাকাশে উড্ডয়ন করলো। ২০১৯ সালে সিছাং উপগ্রহ উত্ক্ষেপণকেন্দ্র থেকে ১০টি উপগ্রহ উত্ক্ষেপণ করা হয়। সাফল্য শতভাগ। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040