প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফিফা প্রেসিডেন্টের সাক্ষাৎ
  2019-10-17 19:13:16  cri
বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা-ফিফা'র প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ফুটবলসহ খেলাধুলার উন্নয়নে তার সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান ফিফা প্রেসিডেন্টকে। খেলাধুলার উন্নয়নে উপজেলা পর্যায়ে ৪৯২টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি। ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশে ফুটবলের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। ফিফা এ ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান জিয়ান্নি ইনফান্তিনো। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশে একদিনের সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার ভোরে ঢাকা পৌঁছান ফিফা প্রেসিডেন্ট।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040