মার্কিন কংগ্রেসে হংকংবিষয়ক বিল গৃহীত হওয়ায় প্রতিবাদ জানালো হংকংয়ের আইন পরিষদ
  2019-10-17 15:31:09  cri

হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইন পরিষদের প্রো-এশটেবলিশমেন্ট ক্যাম্প গতকাল (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রতিনিধি পরিষদে "হংকং মানবাধিকার ও গণতন্ত্র বিল" পাস করা, হংকং সমন্ধে আরও দু'টি বিল ও প্রস্তাব গ্রহণ করা, হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাওয়া, এবং যুক্তরাষ্ট্রের এজেন্টদের হংকংয়ের রাজনীতিতে সক্রিয় হওয়া অগ্রহণযোগ্য।

আইন পরিষদের সদস্য মার্টিন লিয়াও ছেউং-কং প্রো-এশটেবলিশমেন্ট ক্যাম্প-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ কর্তৃক গৃহীত "হংকং মানবাধিকার ও গণতন্ত্র বিল" হংকং বিষয়ে মার্কিন কংগ্রেসের ভুল বোঝাবুঝিকে গভীরতর করবে এবং এতে সংশ্লিষ্ট সকল পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন,

"হংকং ও যুক্তরাষ্ট্রের মধ্যে বরাবরই নিবিড় অর্থনৈতিক সহযোগিতা রয়েছে। যুক্তরাষ্ট্র হংকংয়ে কেবল বিশাল বাণিজ্য-উদ্বৃত্তই অর্জন করেনি, বরং মার্কিন ব্যবসায়ী সম্প্রদায় হংকংয়ের দুর্দান্ত ব্যবসায়ের পরিবেশের মাধ্যমেই মূল ভূখণ্ডের বাজারে প্রথম প্রবেশ করতে পারে। অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও হংকং ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাস, মানি লন্ডারিং ও আন্তঃসীমান্ত মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ভাল সহযোগিতার সম্পর্ক রয়েছে। সুতরাং, মার্কিন কংগ্রেসের 'হংকং মানবাধিকার ও গণতন্ত্র বিল' দু'পক্ষের সুসম্পর্ককে হুমকির মুখে ঠেলে দিয়েছে। শেষ পর্যন্ত এতে যুক্তরাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে।"

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মাতৃভূমিতে ফিরে আসার পর থেকে হংকং সর্বদা "এক দেশ, দুটি সামাজিক ব্যবস্থা" নীতি অনুসরণ করেছে এবং মৌলিক আইন কঠোরভাবে মেনে চলেছে, যাতে হংকংয়ের নাগরিকরা বিভিন্ন অধিকার ভোগ করতে পারে। হংকং ক্রমাগত গ্লোবাল ফ্রিডম ইনডেক্স এবং আইন সূচকের শীর্ষে স্থান পেয়ে আসছে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল যখন বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের সাথে লেনদেন ও সহযোগিতা করেছে তখন আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিধি, আইন ও ব্যবসায়ের নীতি কঠোরভাবে মেনে চলেছে। এগুলি হংকংয়ের সাফল্যের ভিত্তি এবং ভবিষ্যতেও হংকং এই নীতি অনুসরণ অব্যাহত রাখবে। গত চার মাসের ঘটনাপ্রবাহ হংকংয়ের উল্লেখযোগ্য ক্ষতি করেছে। অন্যান্য সভ্য সমাজে এই চরম পরিস্থিতি চিন্তা করা যায় না।

বিবৃতিতে হংকং পুলিশ বাহিনীর আইনের শাসনকে সমর্থন এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পক্ষে সমর্থন প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, হংকংয়ের বৃহত্তম রাজনৈতিক দল 'হংকংয়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতান্ত্রিক জোটের' প্রেসিডেন্ট স্ট্যারি লি ওয়েই-কিং বলেছেন, হংকংয়ে সমস্যা সৃষ্টি করে চীনের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্র রাজনৈতিক অভিযানে নেমেছে।

আর বিজনেস অ্যান্ড প্রফেশনালস্‌ অ্যালায়েন্স ফর হংকং-এর প্রেসিডেন্ট জেফ্রি লাম কিন-ফাং বলেন, "এই লোকেরা, আমি মনে করি, হংকংকে কষ্ট দিচ্ছে। আমি আশা করি যে, মার্কিন সরকার এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলের লোকজন হংকংয়ের পরিস্থিতি সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে শিখবে। আমরা দেখেছি যে, তাঁরা হংকং ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে খুবই অন্যায়ভাবে হস্তক্ষেপ করে যাচ্ছে।"(জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040