রোববারের আলাপন-191020
  2019-10-20 19:07:58  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি এনামুল হক টুটুল এবং শিয়েনান আকাশ।

টুটুল: বন্ধুরা, সপ্তম বিশ্ব মিলিটারি গেমস ১৮ অক্টোবর চীনের উ হান শহরে আয়োজিত হয়। ১০ দিনব্যাপী এবারের মিলিটারি গেমসে সামরিক খেলাধুলার ইভেন্টের সৌন্দর্য ও "আরো উচ্চ, আরো দ্রুত, আরো শক্তিশালী"-র অলিম্পিক স্পিরিট প্রদর্শন করা হবে। পাশাপাশি তা বিভিন্ন দেশের বাহিনীর বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান জোরদারের জন্য একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করবে।

সপ্তম মিলিটারি গেমসে শুটিং, সুইমিং, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল, বাস্কেটবলসহ মোট ২৭টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে মিলিটারি সংক্রান্ত প্রতিযোগিতা, নৌবাহিনী সংক্রান্ত প্রতিযোগিতা, ওরিয়েনটিয়ারিং ও প্যারাশুটিং হচ্ছে সামরিক বৈশিষ্ট্যময় ইভেন্ট।

সপ্তম বিশ্ব মিলিটারি গেমসের নির্বাহী কমিটির উপ-পরিচালক ও মহাসচিব কুয়ো চিয়ান চোং জানান,

আকাশ: তার বৈশিষ্ট্য হচ্ছে সামরিক খেলাধুলা। মিলিটারি সংক্রান্ত প্রতিযোগিতা, নৌবাহিনী সংক্রান্ত প্রতিযোগিতা, ওরিয়েনটিয়ারিং ও প্যারাশুটিং। এসব ইভেন্ট হচ্ছে বাহিনীর অভিযান বা প্রশিক্ষণ। তা অনেক সামরিক বৈশিষ্ট্যসম্পন্ন। মিলিটারি গেমসের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে সামরিক বৈশিষ্ট্যময় প্রতিযোগিতার ইভেন্ট।

আন্তর্জাতিক মিলিটারি স্পোর্টস কাউন্সিল (সিআইএসএম)-র উদ্যোগে মিলিটারি গেমস হচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সেনাদের সবচেয়ে উচ্চ মানের বড় আকারের গেমস। তা প্রতি চার বছরে একবার আয়োজন করা হয়। পরিসংখ্যানে দেখা যায় যে, এবারের মিলিটারি গেমসে শতাধিক দেশের সেনা খেলোয়াড় অংশ নিচ্ছেন। এ গেমসের আকার অলিম্পিক গেমস ছাড়া বিশ্বের দ্বিতীয় বড় আকারের গেমস।

বর্তমানে বিশ্ব মিলিটারি গেমসের প্রতিযোগিতার মাণও অলিম্পিক গেমসের সমান সমান। চীনের সামরিক খেলাধুলা প্রশিক্ষণ কেন্দ্রের "পয়লা অগাস্ট" সুইমিং দলটির কোচ ম্যাডাম হ্য ছি হং সাংবাদিকদেরকে জানান, এবারের বিশ্ব মিলিটারি গেমসে চীনের সুইমিং দলটির ২৮জন খেলোয়াড় ৪৭টি ইভেন্টে অংশ নেবেন। তিনি বলেন,

আকাশ: যেমন- ব্রাজিল, ফ্রান্স, পোল্যান্ড, ইতালি দল, তাদের খেলোয়াড়দের নামের তালিকা আমি দেখেছি, তাদের মধ্যে ৫৬জন গত জুলাই মাসে আয়োজিত বিশ্ব সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নেন। তারা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ সৃষ্টি করবেন।

বিশ্ব মিলিটারি গেমস "আরো উচ্চ, আরো দ্রুত, আরো শক্তিশালী"-র খেলাধুলার স্পিরিট প্রদর্শন করার ছাড়াও, বিভিন্ন দেশের বাহিনীর নিজের ইমেজ প্রদর্শন, বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান জোরদার ও আন্তর্জাতিক প্রভাব বাড়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সপ্তম বিশ্ব মিলিটারি গেমসের নির্বাহী কমিটির উপ-পরিচালক ও মহাসচিব কুয়ো চিয়ান চোং জানান, এবারের মিলিটারি গেমসে চীন আরো বেশি বন্ধু বাড়াতে চায়।

তিনি বলেন,

আকাশ: বিশ্ব মিলিটারি গেমস হচ্ছে বিশ্বের সেনাদের অলিম্পিক গেমস। গত ৬ বারের মিলিটারি গেমসে পদক অর্জনের তালিকায় চীনা বাহিনী চার বার দ্বিতীয় এবং দুই বার তৃতীয় স্থান অর্জন করে। এবারের মিলিটারি গেমসে আমরা "খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি"র ধারণা ধরে, প্রতিপক্ষকে সম্মান করবো, গবেষণা করবো, শিক্ষা লাভ করবো, সুষ্ঠু প্রতিযোগিতা করবো, সাংস্কৃতিক আদানপ্রদান করে বন্ধুত্ব জোরদার করবো । আমরা আরো বন্ধু বাড়াতে চাই।

১৯৪৮ সালে, বেলজিয়াম, ডেনমার্ক, লুক্সেমবার্গ, ফ্রান্স, নেদারল্যান্ডস একসাথে আন্তর্জাতিক মিলিটারি স্পোর্টস কাউন্সিল (সিআইএসএম) প্রতিষ্ঠা করে। এরপর এ সংস্থা অব্যাহতভাবে বড় হতে থাকে। অবশেষে ১৯৯৫ সালে ইতালির রোমে সাফল্যের সাথে প্রথম বিশ্ব মিলিটারি গেমস আয়োজিত হয়।

এবার উ হান মিলিটারি গেমসের আগে, পৃথক পৃথকভাবে ক্রোয়েশিয়া, ইতালি, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়ায় বিশ্ব মিলিটারি গেমস আয়োজন করা হয়।

সিআইএসএম-এর ভাইস চেয়ারম্যান ওয়াং ই চিয়াং জানান, "সবুজ, শেয়ারিং, উন্মুক্ত, স্বচ্ছতা" এই ধারণা অনুসারে আমরা বাসস্থান, ট্রাফিক, নিরাপত্তা, মেডিকেল, তথ্য সেবাসহ সব খাতে অনেক প্রচেষ্টা চালিয়ে আসছি এ চার বছরে। আমি বিশ্বাস করি যে এ চার বছরের প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক সমাজকে আমাদের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবো, তা হচ্ছে বিশ্বের জন্য একটি অসাধারণ বিশ্বের শান্তিপূর্ণ খেলাধুলার সম্মিলনী প্রদান করবো, এবং তা বিশ্ব মিলিটারি গেমসের একটি মাইলস্টোন হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040