প্রসঙ্গ: চীনে বিদেশি ব্যাংক ও বীমা কোম্পানি নিয়ন্ত্রণ বিধিবিধান সংশোধন
  2019-10-16 15:33:34  cri

চীনের রাষ্ট্রীয় পরিষদ 'গণপ্রজাতন্ত্রী চীনে বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত বীমা কোম্পানি নিয়ন্ত্রণবিধি' এবং 'গণপ্রজাতন্ত্রী চীনে বিদেশি ব্যাংক প্রশাসনে জনগণের নিয়ন্ত্রণ প্রবিধান' সংশোধনের সিদ্ধান্ত ঘোষণা করেছে গতকাল (মঙ্গলবার)। এর ফলে বীমা শিল্প প্রসারিত হবে এবং ব্যাংকিং শিল্প আরও উন্মুক্ত হবে।

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিশ্রুতি পূরণের জন্য, চীনের রাষ্ট্রীয় পরিষদ যথাক্রমে ২০০১ ও ২০০৬ সালে প্রণীত 'গণপ্রজাতন্ত্রী চীনে বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত বীমা কোম্পানি নিয়ন্ত্রণবিধি' ও 'গণপ্রজাতন্ত্রী চীনে বিদেশি ব্যাংক প্রশাসনে জনগণের নিয়ন্ত্রণ প্রবিধান' প্রণয়ন ও প্রকাশ করে। এতে দেশীয় বিধিবিধানের আকারে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ হয়।

ব্যাংক অব চায়নার বীমা নিয়ন্ত্রক কমিশনের প্রধান আইনজীবী লিউ ফু সৌ গতকাল (মঙ্গলবার) রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, এবার 'গণপ্রজাতন্ত্রী চীনে বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত বীমা কোম্পানি নিয়ন্ত্রণবিধি' এবং 'গণপ্রজাতন্ত্রী চীনে বিদেশি ব্যাংক প্রশাসনে জনগণের নিয়ন্ত্রণ প্রবিধান'-এর কিছু অংশ সংশোধন করা হয়েছে। এটি মূলত পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ব্যাংকিং শিল্প ও বীমা শিল্পের আরও উন্নয়নের জন্য বিদ্যমান আইনি গ্যারান্টিকে শক্তিশালী করবে। এর মধ্যে 'গণপ্রজাতন্ত্রী চীনে বিদেশি ব্যাংক প্রশাসনে জনগণের নিয়ন্ত্রণ প্রবিধান' সংশোধনীতে মূলত চারটি দিক রয়েছে:

প্রথমত, প্রস্তাবিত বিদেশি ব্যাংকের শেয়ারহোল্ডার হওয়া ও চীনে শাখা খোলার শর্ত শিথিল করা হয়েছে; দ্বিতীয়ত, একই সাথে চীনে কর্পোরেট ব্যাংক ও ব্যাংকের শাখা স্থাপনের জন্য বিদেশি ব্যাংকগুলোর ওপর বিধিনিষেধ সহজতর করা হয়েছে; তৃতীয়ত, বিদেশি ব্যাংকগুলোর ব্যবসায়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও শিথিল করা হয়েছে; এবং চতুর্থত, বিদেশি ব্যাংকের শাখাগুলোর কার্যকরী মূলধনের জন্য নিয়ামক শর্তাবলী সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।

তা ছাড়া, বিধি সংশোধনের ফলে বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত সংস্থাগুলোর চীনের বাজারে প্রবেশ সহজতর হবে। সংশোধিত বিধিমালা অনুসারে, চীনা বীমা কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ থাকবে।

লিউ ফু সৌ বলেন, দুটি 'বিধি' সংশোধন করার ফলে বিদেশি ব্যাংক ও বীমা সংস্থাগুলোর অ্যাক্সেস শর্ত শিথিল হবে, বিদেশি ব্যাংকগুলোর বাণিজ্যিক উপস্থিতি প্রবলতর করবে, এবং বিদেশি ব্যাংক ও বীমা সংস্থাগুলোর প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য আরও স্বচ্ছন্দ ও স্বায়ত্তশাসিত প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টি হবে। এই সংশোধনী চীনে কাজ করার জন্য আরও প্রতিষ্ঠানকে আকৃষ্ট করবে।

তিনি আরও বলেন, পারস্পরিক সুবিধা ও জয়-জয় পরিস্থিতি সৃষ্টি করা হলো বিধি সংশোধনীর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। পরবর্তী পদক্ষেপে, "বিদেশি অর্থে প্রতিষ্ঠিত ব্যাংক প্রশাসন প্রবিধান" এবং "বিদেশি অর্থে প্রতিষ্ঠিত বীমা সংস্থা প্রশাসন প্রবিধান" যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করা হবে।

জানা গেছে, চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের পর থেকে চীনের বিদেশি ব্যাংক এবং বীমা সংস্থাগুলির সংখ্যা ও স্কেল অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040