সুরের ধারার---চীনের জনপ্রিয় গান
  2019-10-17 16:20:02  cri


মানুষ সবসময় বিভিন্ন ক্ষেত্রে চলমান প্রবণতায় অনেক আগ্রহ দেখায়। সংগীত তার মধ্যে একটি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে সম্প্রতি চীনের জনপ্রিয় কিছু গান আপনাদের শোনাবো। এ থেকে চীনা পপ সংগীতের সর্বশেষ প্রবণতা জানতে পারবেন।

আজকের অনুষ্ঠানের গানগুলো চীনের সংগীত প্ল্যাটফর্ম কিউ কিউ সংগীত, খু কো সংগীত ও ওয়াং ই সংগীতের সবচেয়ে জনপ্রিয় গানের তালিকা থেকে বাছাই করা হয়েছে। এ তিনটি তালিকায় ৮০ শতাংশ নেটব্যবহারকারীর পছন্দ প্রতিফলিত হয়েছে।

প্রথম যে গানটি আপনাদের শোনাবো, তা তালিকায় প্রথম স্থানে রয়েছে। গানের নাম 'ইয়ে লাং ডিস্কো', গেয়েছেন পাও শি জিম। গানটি একটি র‍্যাপ গান। সাধারণ র‍্যাপ গানের তুলনায় এই গান বিশেষ ধরনের। এতে চীনের উত্তরপূর্বাঞ্চলে স্থানীয় ভাষা আছে এবং দক্ষিণাঞ্চলের ক্যান্টোনিজ ভাষা আছে, বর্তমানের পপ সংগীতের পাশাপাশি গত শতাব্দীর ৮০ দশকের সংগীতের বৈশিষ্ট্যও ব্যবহৃত হয়। হয়তো প্রথমে শুনতে অদ্ভুত লাগে, তবে বারবার শুনলে এর বিশেষ সৌন্দর্য উপভোগ করা যায়, এমনকি অনেকে গানটি বার বার শুনতে চাইবেন।

বন্ধুরা, এখন এই খুবই জনপ্রিয় গান 'ইয়ে লাং ডিস্কো' শুনব। গান ১

পরের গানে আমরা শুনবো 'ইয়ে লাং ডিস্কোর' চেয়ে ভিন্ন এক শৈলী। গানের নাম 'মাং চোং', গেয়েছেন চাও ফাং চিং। এই চীনা প্রাচীন সংগীত ও সংস্কৃতির বৈশিষ্ট্য ও আধুনিক পপ সংগীত মিলে তৈরি হয়েছে খুব বিশেষ একটি গান। গানের নাম 'মাং চোং', যা চীনের চান্দ্রপঞ্জিকার ২৪টি সৌরপর্যায়ের মধ্যে নবম পর্যায়। এ সময়ে চীনে কৃষিকাজ হয়, পাকা গম কাটা হয় এবং ধান চাষ শুরু হয়। বসন্তকালের কাজ বর্তমানে গমের ফলন দেয়; আর বর্তমানের চাষ শরত্কালের ধান উপহার দেয়। যে ফল আমরা পাই তা অতীতের কাজের জন্যই, আর যে কাজ আমরা করছি ভবিষ্যতে সে ফলাফল পাওয়া যায়। শুধু কৃষিই নয়, এটি আমাদের জীবনের জন্যও একই রকম, এই গানে সে কথাই বলা হয়েছে।

বন্ধুরা, এখন এই সুন্দর গান 'মাং চোং' শুনব। গান ২

এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়ক চৌ চিয়ে লু'র নতুন প্রকাশিত গান 'কাঁদবে না'। তিন বছর অপেক্ষার পর তিনি এই গান প্রকাশ করেন। গানটি চীনের বিখ্যাত গানের লেখক ফাং উন শান ও জনপ্রিয় গায়ক আ সিনের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে। গানটি প্রকাশের ১ দিনের মধ্যে ইন্টারনেটে ৫০ লাখেরও বেশি কপি বিক্রি হয়, তা চীনের সংগীত বিক্রির নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এই গানে দুই ধরনের প্রেম ও নিজের স্বপ্ন অনুসরণের গল্প বলা হয়। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৩

এবার আমরা শুনবো অন্য এক জনপ্রিয় গায়কের গান। গানের নাম 'ধুলা', গেয়েছেন শুয়েই চি ছিয়ান। গানটি সম্প্রতি প্রকাশিত অ্যালবামের প্রধান গান। অ্যালবামটি প্রকাশের ৩ ঘণ্টা পর বিক্রির তালিকার প্রথম স্থান দখল করে নেয়। বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৪

এবার আমরা শুনবো চীনা গায়ক ইয়ু উন উনের গান 'মর্যাদাকর'। গানটি চীনের জনপ্রিয় চলচ্চিত্র 'সাবেক প্রেমিকের' থিম সং। প্রেম হারিয়ে গেলেও মর্যাদাকর মনোভাব নিয়ে অতীতকে বিদায় দেওয়া এ গানের মূল কথা। গানটি 'শ্রেষ্ঠ চলচ্চিত্রের গান', 'বার্ষিক জনপ্রিয় চীনা গান'সহ অনেক পুরস্কার পেয়েছে।

বন্ধুরা, এখন ইয়ু উন উনের গান 'মর্যাদাকর' শুনুন। গান ৫

এ বছরের পয়লা অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর সময় একটি জনপ্রিয় দেশাত্মবোধক গান শোনা যায়। সেটি হলো 'আমি ও আমার মাতৃভূমি'। গানটি ১৯৮৫ সালে প্রকাশিত হলেও এর সুন্দর কথা ও সুরের জন্য এখনও তা অনেক জনপ্রিয়। সম্প্রতি চীনের বিভিন্ন জনপ্রিয় গায়ক ও অভিনেতা একসঙ্গে নতুন করে এই গানটি গেয়েছেন। গানে মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে। বিশ্বাস করি, শুধু চীনারা নয় প্রত্যেকেই এই গান থেকে একই অনুভূতি পাবেন।

বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৬

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শুনবো গান 'সেই মেয়ে আমাকে বলে', গেয়েছেন ইউ ইউ। প্রত্যেকের জীবনে এমন একজন লোক ছিল যার কথা আপনাকে উত্সাহিত করেছে, শক্তি ও আশা দিয়েছে। এই গানে এমন এক মেয়ের কথা বলা হয়।

আশা করি গানটি শুনলে আপনিও কিছু উত্সাহ পাবেন। গান ৭

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040