লিয়াও ছাং ইয়ুং
  2019-10-16 12:48:51  cri

লিয়াও ছাং ইয়ুং ১৯৬৮ সালের ২৫ অক্টোবর চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন কন্ঠশিল্পী। ১৯৯৫ সালে তিনি শাংহাই কনজারভেটরি অব মিউজিক থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

লিয়াও ছাং ইয়ু চীনের গীতিকার সমিতির ভাইস চেয়ারম্যান, শাংহাই গীতিকার সমিতির ভাইস চেয়ারম্যান, চীনের যুব কমিশনের সদস্য, এবং শাংহাই যুব কমিশনের সদস্য।

লিয়াও ছাং ইয়ুং সি ছুয়ান প্রদেশের ছেংতু শহরের একটি সাধারণ কৃষি-পরিবারে জন্মগ্রহণ করেন। সাত বছর বয়সে তিনি বাবাকে হারান। ১৯৮৮ সালের সেপ্টেম্বর মাসে লিয়াও ছাং ইয়ুং শাংহাই কনজারভেটরি অব মিউজিকে ভর্তি হয়ে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত শিখতে শুরু করেন।

১৯৯৩ সালের জুলাই মাসে লিয়াও ছাং ইয়ুং শাংহাই কনজারভেটরি অব মিউজিক থেকে স্নাতক হন। ১৯৯৪ সালে তিনি 'আন্তর্জাতিক কন্ঠসঙ্গীত প্রতিযোগিতা'র প্রথম পুরস্কার লাভ করেন। একই বছর তিনি ফ্রান্সের 'প্যারিস আন্তর্জাতিক কন্ঠসঙ্গীত প্রতিযোগিতায়' শ্রেষ্ঠ ফরাসী ভাষার কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ১৯৯৭ সালের মে মাসে লিয়াও ছাং ইয়ুং টোকিওতে 'ডোমিংগো বিশ্ব অপেরা প্রতিযোগিতায়' অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন।

২০০৩ সালের মে মাসে লিয়াও ছাং ইয়ুং চীনের জাতীয় শ্রমিক পদক লাভ করেন। একই বছরের জুন মাসে তার একটি অ্যালবাম প্রকাশিত হয়।

২০০৪ সালের এপ্রিল মাসে তার অ্যালবাম 'রাশিয়ার ক্লাসিক সঙ্গীত' প্রকাশিত হয়। ২০০৫ সালে তিনি হল্যান্ডের রাজকীয় অপেরা হলে 'চা' নামের অপেরায় অভিনয় করেন। একই বছর তিনি 'চীনের সোনালি অ্যালবাম পুরস্কার'ও লাভ করেন।

২০০৬ সালে তার এশিয়াব্যাপী সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হয়। ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে তার অ্যালবাম 'ভালোবাসার প্রকাশ' রিলিজ হয়। একই বছরের অক্টোবর মাসে তার অ্যালবাম 'প্রতিশ্রুতি' বাজারে আসে। এরপর নবম শাংহাই আন্তর্জাতিক শিল্প উত্সবের সময় তিনি সঙ্গীতানুষ্ঠানও আয়োজন করেন।

২০০৮ সালের নভেম্বর মাসে 'লিয়াও ছাং ইয়ুং সঙ্গীতানুষ্ঠান' ভিয়েনায় সাফল্যের সঙ্গে আয়োজিত হয়। ২০০৯ সালের অক্টোবর মাসে চীনের জাতীয় ক্রীড়া গেমসের সমাপনী অনুষ্ঠানে লিয়াও ছাং ইয়ুং 'তারকার আকাশ' গান পরিবেশন করেন।

২০০৯ সালের ১ অক্টোবর, চীনের জাতীয় দিবসে, বেইজিংয়ে থিয়ান আন মেন মহাচত্বরে নয়াচীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে তিনি অন্য দুই জন কন্ঠশিল্পীর সঙ্গে 'আজ তোমার জন্মদিন' নামের গান পরিবেশন করেন।

২০১৯ সালের অগাস্ট মাসে নয়াচীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর প্রাক্কালে লিয়াও ছাং ইয়ুং 'আমি তোমাকে ভালোবাসি' নামের গান পরিবেশন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিয়াও ছাং ইয়ুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040