প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফর দু'দেশের ঐতিহাসিক মৈত্রী গভীরতর করেছে: নেপালি উপ-প্রধানমন্ত্রী
  2019-10-15 15:36:52  cri
গত রোববার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নেপালে রাষ্ট্রীয় সফরশেষে বেইজিংয়ে ফিরে আসেন। নেপালের সর্বস্তরের জনগণ বিশ্বাস করে যে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। গতকাল (সোমবার) নেপালের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখরেল এক সাক্ষাত্কারে বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফর দু'দেশের ঐতিহ্যগত বন্ধুত্বকে গভীরতর করেছে। এ সফর নেপালের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেপাল সফর নেপালি জনগণের কাছে চীনা জনগণের বন্ধুত্ব বয়ে এনেছে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। পৃথিবীতে অনেক ধরণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে নেপাল ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বরাবরই একটি বিশেষ সম্পর্ক। তিনি বলেন,

"আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি সাধারণ নয়। আমাদের মধ্যে কোনও পারস্পরিক সন্দেহ নেই। আমরা দীর্ঘদিন ধরে একে অপরকে সাহায্য করে আসছি এবং একে অপরের উদ্বেগ নিয়ে উদ্বিগ্ন। এটি এক ধরণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যা আমরা লালন করি।"

তিনি বলেন, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেপাল সফরের সর্বাধিক গুরুত্বপূর্ণ অর্জন হলো, 'চীন-নেপাল বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক' উন্নীত হয়েছে 'প্রজন্ম ধরে বিকাশ ও সমৃদ্ধির জন্য কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে'। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট সি চিন পিং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে সাক্ষাতে বলেছিলেন: 'একে অপরকে সমান বিবেচনা করুন, সম্প্রীতি বজায় রাখুন, প্রজন্মের জন্য পরস্পরের বন্ধু হোন এবং পুরোপুরি সহযোগিতা করুন।' এ ব্যাপারে পোখরেল একমত। তিনি বিশ্বাস করেন যে, নেপাল ও চীনের সম্পর্ক সবসময়ই খুব ভালো ছিল এবং আছে। এই সম্পর্ক সময়ের সাথে তাল মিলিয়ে চলেছে। প্রেসিডেন্ট সি বলেন যে, দু'দেশের সহযোগিতা জোরদার হবে, নেপাল "স্থলভাগের দেশ" থেকে "স্থল-সংযুক্ত দেশ" হিসেবে বিকশিত হচ্ছে, যা নেপালের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোখরেল বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, চীন তার নিজস্ব বৈশিষ্ট্যসহ একটি সফল উন্নয়নের পথে এগিয়েছে। নেপালের ক্ষমতাসীন দল নেপালের কমিউনিস্ট পার্টিও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরের মাধ্যমে দু'দেশের মধ্যে বিনিময় আরও বাড়াতে, চীনের প্রশাসনের অভিজ্ঞতা থেকে শিখতে এবং নিজস্ব উন্নয়নের পথ ধরে সামনে এগিয়ে চলতে আগ্রহী।

পোখরেল বলেন, নেপালের জাতীয় টেলিভিশনে তিনি চায়না মিডিয়া গ্রুপের নেপালি ভাষা বিভাগের নির্মিত টিভি সিরিজ 'সি চিন পিংয়ের প্রিয় গ্রন্থ' দেখেছেন। এর বিষয়বস্তু তার অন্তর ছুঁয়েছে। তিনি বলেন,

"প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেন যে, 'মানুষের পক্ষে ভাল যে-জিনিসগুলো, তা ছোট হলেও করতে হবে। আমরা জনগণের বিরুদ্ধে যায়—এমন কিছু করবো না।' নেপালের কমিউনিস্ট পার্টি এই কথা সমর্থন করে, যা আমাদের পার্টির ধারণার মতো একই।" (জিনিয়া/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040