চীন-নেপাল সম্পর্কের ক্ষেত্রে উন্নয়ন ও সমৃদ্ধিমুখী নতুন যুগের সূচনা: সিআরআই সম্পাদকীয়
  2019-10-14 10:46:28  cri
অক্টোবর ১৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (রোববার) তার দু'দিনের নেপাল সফর শেষ করেন। এবারের সফর চীন ও নেপালের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে।

প্রেসিডেন্ট সি'র সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিক নির্ধারিত হয়েছে। এর মাধ্যমে দশ বছর আগে দু'দেশের মধ্যে প্রতিষ্ঠিত সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক 'কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে' উন্নীত হয়েছে। এর ফলে ভবিষ্যতে দু'দেশের সহযোগিতায় আরও বেশি সাফল্য অর্জিত হবে।

প্রেসিডেন্ট সি'র সফর চীন-নেপাল পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়িয়েছে। দু'দেশ পরস্পরের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে একে অপরকে সমর্থন করে যাবে বলে আবারও পরস্পরকে প্রতিশ্রুতি দিয়েছে। আর এই প্রতিশ্রুতি হচ্ছে দু'দেশের উন্নয়ন-পরিকল্পনা সংযুক্ত করা, উন্নয়নের অভিজ্ঞতা ভাগাভাগি করা এবং বাস্তব সহযোগিতা চালানোর দৃঢ় রাজনৈতিক ভিত্তি।

আগামী বছর চীন-নেপাল কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬৫তম বার্ষিকী। সম্পর্কের নতুন সূচনাবিন্দুতে দাঁড়িয়ে, চীন ও নেপাল অব্যাহতভাবে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াবে, উন্মুক্ততা ও সমন্বয় এগিয়ে নিয়ে যাবে এবং দু'দেশের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলবে বলে আশা করা যায়। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040