পদ্মার পানি শোধনাগারের প্রথম পর্বের প্রকল্প সমাপ্তির অনুষ্ঠানে অংশ নিয়েছেন শেখ হাসিনা
  2019-10-12 16:42:21  cri
অক্টোবর ১২: বৃহস্পতিবার চীনের সিএএমসিই'র তৈরি বাংলাদেশের পদ্মা নদীর জল শোধনাগারের প্রথম পর্বের প্রকল্প সমাপ্তি অনুষ্ঠান রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জি মিং, বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রাম উন্নয়নমন্ত্রী মো. তাজুল ইসলাম, বাংলাদেশে চীনা ব্যবসায়ী সমিতি এবং ঢাকা পানি সরবরাহ ও চিকিত্সা ব্যুরো এবং বাংলাদেশের ৬০জনেরও বেশি সাংবাদিক সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা জল শোধনাগারের প্রথম পর্বের প্রকল্প সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার এই জনপদে নিরাপদ পানীয় জল সরবরাহের ঘোষণা দিয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সবগুলো প্রশাসনিক এলাকায় ভূগর্ভস্থ জলের উৎসের মাধ্যমে নাগরিকদের নিরাপদ পানীয় জল সরবরাহের লক্ষ্য বাস্তবায়িত হবে।

চীনা রাষ্ট্রদূত লি জি মিং বলেন, পদ্মা জল শোধনাগার হলো চীন ও বাংলাদেশের স্থায়ী মৈত্রীর সাফল্য। চীন সরকার অব্যাহতভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় বাংলাদেশকে স্থায়ী স্থিতিশীল উন্নয়ন ও 'সোনার বাংলাদেশের' লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করে যাবে। (ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040