নেপাল ও চীনের মিডিয়া সহযোগিতা দু'দেশের জনগণের জন্য কল্যাণকর: নেপালি প্রধানমন্ত্রী
  2019-10-12 16:14:17  cri
অক্টোবর ১২: নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি গতকাল (শুক্রবার) চায়না মিডিয়া গ্রুপে (সিএমজি) দেওয়া সাক্ষাত্কারে বলেন, নেপাল ও চীনের মিডিয়া সহযোগিতা সুষ্ঠুভাবে চলছে এবং এর বিশাল সম্ভাবনা রয়েছে। এটি দু'দেশের জনগণের জন্য কল্যাণকর হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন, সিএমজির নেপাল বিভাগ নেপালের বিভিন্ন মিডিয়ার সঙ্গে সহযোগিতা চালিয়েছে; এটি নেপালের জন্য একটি ভালো ব্যাপার। তিনি মনে করেন, মিডিয়া খাতের সহযোগিতা থেকে বিভিন্ন রকমের ধারণা ও নবত্যাপ্রবর্তনের সুযোগ হয়। এটি দু'দেশের সহযোগিতার বিনিময়ে সহায়ক।

তিনি আরো বলেন, মিডিয়া খাতের সহযোগিতা শুধু শিল্পবিষয়ক সহযোগিতাই নয়, বরং তা দু'দেশের জনগণের মৈত্রী জোরদারে সহায়ক।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেপাল সফরের প্রাক্কালে নেপালি প্রধানমন্ত্রীর এ সাক্ষাত্কার নেওয়া হয়। প্রধানমন্ত্রী মনে করেন, প্রেসিডেন্ট সি'র এবারের নেপাল সফর চীন ও নেপালের সম্পর্ককে নতুন উচ্চ পর্যায়ে এগিয়ে নিতে সক্ষম।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040