ভিন্নতা পাশে রেখে মিল অন্বেষণ করে সমস্যা সমাধান করা উচিত: সিআরআই সম্পাদকীয়
  2019-10-12 13:51:58  cri
অক্টোবর ১২: গতকাল (শুক্রবার) ওয়াশিংটনে নতুন দফায় চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে কিছু অগ্রগতি অর্জিত হয়েছে এবং পরবর্তী সংলাপ নিয়ে আলোচনা করা হয়েছে। এবার বাস্তব মনোভাব আর ভিন্নতা পাশে রেখে মিল অন্বেষণের পদ্ধতি অনুসরণ করা হয়, যা বাণিজ্যযুদ্ধ প্রতিরোধের ক্ষেত্রে বুদ্ধিমান আচরণ। চীন আন্তর্জাতিক বেতার সিআরআই সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের সঙ্গে সহযোগিতা করলে উভয়েই উপকৃত হবে; আর পরস্পর দ্বন্দ্বে জড়ালে উভয়েই ক্ষতিগ্রস্ত হবে। সংযম বজায় রেখে পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানে ইচ্ছুক বেইজিং, তবে গুরুত্বপূর্ণ স্বার্থের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি যাই হোক-না-কেন, চীনের গভীর সংস্কার ও উন্মুক্তকরণ এবং অর্থনীতির গুণগতমানের উন্নয়ন অব্যাহতভাবে চলবে বলে উল্লেখ করা হয় সম্পাদকীয়তে।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040