চীন আন্তর্জাতিক ডিজিটাল ইকোনমি এক্সপোর সাফল্য কামনা করলেন সি চিন পিং
  2019-10-11 18:11:46  cri
অক্টোবর ১১: 'চীন আন্তর্জাতিক ডিজিটাল ইকোনমি, ২০১৯'-এর সাফল্য কামনা করে শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) চীনের হ্যপেই প্রদেশের সিচিয়াচুয়াং শহরে এই এক্সপোর উদ্বোধন হয়।

শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব এবং শিল্প রূপান্তরের দ্রুত বিকাশ, ডিজিটাল অর্থনীতির জোরালো বিকাশ, উত্পাদন-পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক বিকাশ ও বৈশ্বিক শাসনব্যবস্থায় সুদূরপ্রসারী প্রভাব ফেলছে।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, চীন ডিজিটাল অর্থনীতির বিকাশের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। চীন ডিজিটাল শিল্পায়নের পক্ষে এবং ডিজিটাল অর্থনীতি ও প্রকৃত অর্থনীতির সমন্বয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, এক্সপোতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা নিজেদের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও মত আদান-প্রদান করবেন এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে প্রচেষ্টা চালাবেন বলে আশা করা যায়। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040