ভারতের চেন্নাইয়ে সিএমজি'র ইন্টারনেট সেলিব্রেটি ইন্টারেক্টিভ ইভেন্ট অনুষ্ঠিত
  2019-10-11 16:38:07  cri
অক্টোবর ১১: ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র এশিয়ান-আফ্রিকান ভাষাকেন্দ্রের অনলাইন-অফলাইন ইন্টারনেট সেলিব্রেটি ইন্টারেক্টিভ ইভেন্ট। এতে নির্বাচিত ফ্যানদের পুরস্কৃত করা হয়।

রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, ইন্টারনেট সেলিব্রেটি, ও সিএমজি'র অনুষ্ঠানের ভক্তসহ দুই শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন। ভারতে চীনের কাউন্সিলার, তামিলনাড়ুর ইন্ডিয়ান পিপলস পার্টির সেক্রেটারি-জেনারেল, ওয়ার্ল্ড তামিল রিসার্চ অ্যাসোসিয়েশনের সভাপতি, চায়না মিডিয়া গ্রুপের এশিয়ান-আফ্রিকান ভাষাকেন্দ্রের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক সুং চিং লি, তামিল বিভাগের পরিচালক চাও চিয়াং, হিন্দি ভাষা বিভাগের পরিচালক ইয়াং ই ফেং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চায়না মিডিয়া গ্রুপের এশিয়ান-আফ্রিকান ভাষাকেন্দ্রের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক সুং চিং লি তামিল ভাষায় অনুষ্ঠানে বলেন, চেন্নাইয়ে চীনা ও ভারতীয় নেতাদের মধ্যে দ্বিতীয় অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই প্রেক্ষাপটে এই অনুষ্ঠান তাত্পর্যপূর্ণ। তামিল ভাষা বিভাগের ফেসবুক লাইভ ব্রডকাস্ট গত বছর চালু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে তামিলদের নজর কেড়েছে। সিআরআই-এর তামিল বিভাগ সেরা তামিল চ্যানেল হওয়ার চেষ্টা করবে।

তামিলনাড়ুর সংস্কৃতি ও শিক্ষামন্ত্রী বুন্ডি রাজা তার ভাষণে বলেন, চীন ও ভারতের দীর্ঘ ইতিহাস এবং দুর্দান্ত সংস্কৃতি রয়েছে। তামিল ভাষায় প্রচারিত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে উভয় দেশের সংস্কৃতির মিলমিশ অনুভব করা যায়।

অনুষ্ঠানে 'সি চিন পিংয়ের প্রিয় গ্রন্থ' শীর্ষক ভিডিওর তামিল সংস্করণ সম্প্রচার করা হয়। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040