২০১৮ সালে চীন-ভারত বাণিজ্যের পরিমাণ ছিল ৯৫৫০ কোটি মার্কিন ডলার: পরিসংখ্যান
  2019-10-11 16:23:12  cri
অক্টোবর ১১: ২০১৮ সালে চীন ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট পরিমাণ ছিল ৯৫৫০ কোটি মার্কিন ডলার, যা একটি নতুন রেকর্ড। এ ছাড়া, ভারতের সঙ্গে বাণিজ্যের পরিমাণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের মোট বাণিজ্যের প্রায় ৭০ শতাংশ। চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুসারে, সাম্প্রতিক বছরগুলোতে চীন ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে ওঠে। তা ছাড়া, ভারত হলো বিদেশে চীনের গুরুত্বপূর্ণ বিনিয়োগের গন্তব্যস্থান ও সহযোগিতার বাজার। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ভারতে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুঁজি বিনিয়োগের পরিমাণ ৮৪০ কোটি মার্কিন ডলার ছিল। আর চলতি বছরের অগাস্ট পর্যন্ত চীনে ভারতের পুঁজি বিনিয়োগের পরিমাণ ৯২ কোটি মার্কিন ডলার ছিল।

এদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাজারবিষয়ক বিভাগের উপপ্রধান পাই মিং বলেন, চীন ও ভারতের অর্থনীতি একে অপরের পরিপূরক। যেমন, চীনের সেলফোন ভারতে অতি জনপ্রিয়; আবার চীনের জন্য খুব প্রয়োজনীয় কিছু উপাদান ভারত থেকে আমদানি করতে হয়। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040