সুরের ধারায়, ১১ অক্টোবর
  2019-10-11 16:20:51  cri

গজল গান ফারসি, আরবি ও উর্দু কবিতার রূপকল্প। যেমন সনেট কবিতার একটি রূপকল্প — পরে ইংরেজি ও অন্যান্য সহিত্যে ছড়িয়ে পরে। বাংলা ভাষায় সনেটের জনয়িতা যেমন মাইকেল, তেম্নি বাংলা গানে গজলের সত্যিকার রচয়িতা নজরুল।

নজরুল ফারসি-আরবি-উর্দু তিনটি ভাষাই জানতেন। ফারসি আর উর্দু খুব ভালো জানতেন। গজল ওইসব ভাষার কবিতা — তবে সুর-সহযোগে গাওয়া হয়।

কথা বাড়াবো না। চলুন গান শুনি। গানগুলো গেয়েছেন যথাক্রমে তালাত মাহমুদ, মানবেন্দ্র মুখার্জি ও শ্রিপ্রা বসু।

গ্রামোফোন কোম্পানির সঙ্গে নজরুলের সম্পর্ক ছিল গভীর। বহুদিন তিনি গ্রামোফোন কোম্পানির ট্রেইনার ছিলেন তিনি। তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয় গান করেছেন অনেক শিল্পী। এদের মধ্যে ছিলেন ইন্দুমালা দেবী, আঙ্গুরমালা দেবী, কমলা ঝুড়িয়াসহ অনেকে। আঙ্গুরমালা দেবী নজরুলের স্নেহের পাত্র ছিল বলে জানা যায়। ঠুঙরি ও গজল আঙ্গুরমালাকে বেশি শিখিয়েছিলেন নজরুল। তাই শুরুর দিকে নজরুলের গজলকে জনপ্রিয় করেছিলেন তারাই। কাজী নজরুল চাইতেন, তাঁর গানের প্রতিটি কথা যেন তাঁরই মতো উচ্চারিত হয়- তাহলেই গানের ভাব প্রকাশ পাবে। কারণ, শব্দ সংযোজনে ও সুর সংযোজনে নজরুল ছিলেন অদ্বিতীয়। চলুন শুনে নেই কয়েকটি গান। গানগুলো গেয়েছেন যথাক্রমে সমারেশ রয়, পূরবী দত্ত ও মানবেন্দ্র মুখার্জী।

১৯২৮ সালে প্রকাশিত 'বুলবুল' তাঁর প্রথম গজল-গানের গীতিগ্রন্থ। প্রায় প্রত্যেকটি গানই ছন্দ-মিলে সিদ্ধ। অর্থাৎ কবিতা। নজরুলের গজল মূলত প্রেম-প্রাসঙ্গিক। কিছু ইসলামি গজলও আছে।

তাঁর গজল গান দুরকমের। পার্থিব প্রেমের এবং অপার্থিব প্রেম সংগীত।

নজরুলের সংগীত রচনা আসলে তাঁর কিশোর বয়স থেকে সুস্থতার শেষ দিন পর্যন্ত চলেছে- অর্থাৎ ধারাবাহিক। লেটোর গানের বিখ্যাত কবিয়াল আধুনিক বাংলা গানের মহৎ শিল্পী হয়ে উঠেছিলেন ক্রমশ।

ইরানের মহাকবি হাফিজ ছিলেন নজরুলের জীবনের এক হিরো। হাফিজের অনেকগুলি কবিতার গীতিরূপ দিয়েছিলেন নজরুল ১৯২০ সালেই। তারই একটি 'বাদলপ্রাতের শরাব"। এটি পড়ে মোহিতলাল মজুমদার মুগ্ধ হয়েছিলেন। এটিও ছিল গজল।

নজরুলের বিদ্রোহী সত্তার সম্পূর্ণ বিপরীত এই গজলগানের আবেদন। প্রচণ্ড ঝড়ের স্থির-শান্ত-কেন্দ্র যেন। রচনাতেও সংযত ও সংহত।

বন্ধুরা, এবার বিদায় নেব। তাই এখন শুনুন ফিরোজা বেগমের কণ্ঠে- আমার যাবার সময় হলো, দাও বিদায়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040