চীন-ভারত সহযোগিতার স্বর্ণসময় নিকটবর্তী: আঝি সেন্থিল নাথান
  2019-10-10 19:25:55  cri
অক্টোবর ১০: চীনা সংস্কৃতির ভক্ত ও ভারতের আঝি প্রকাশনালয়ের প্রধান আঝি সেন্থিল নাথান বলেছেন, চীন-ভারত সহযোগিতার স্বর্ণসময় নিকটবর্তী। তিনি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন ভারত সফর সফল হবে বলে আশা প্রকাশ করেন।

নাথান বলেন, দু'দেশের নেতাদের আসন্ন অনানুষ্ঠানিক বৈঠকের প্রভাব পড়বে দু'দেশের অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও বাণিজ্যের ওপর। চীন ও ভারতের বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করার জন্য এখন স্বর্ণযুগা।

চায়না মিডিয়া গ্রুপের 'সি চিন পিংয়ের প্রিয় গ্রন্থকাহিনী'-র তামিল সংস্করণ সম্প্রতি ভারতে সম্প্রচারের পর, নাথান প্রথমবারের মতো ভিডিওটি দেখেন। তিনি বলেন, এর মাধ্যমে চীন-ভারত সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির সুযোগ বেড়েছে। চীনা সংস্কৃতি ও তামিল সংস্কৃতির মধ্যে মিল রয়েছে এবং এরা একে অপরকে বুঝতে পারে।

আগামী বছর চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী পালিত হবে। দুই দেশের মধ্যে বেসরকারি পর্যায়ে আদান-প্রদান বাড়ানোর জন্য নাথান ভারতীয় তামিল ও চীনাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের প্রত্যাশা করেন। তিনি "তামিল-চীন মৈত্রী সমিতি" প্রতিষ্ঠা করার জন্য কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040