বেইজিংয়ে চীন-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উদ্‌যাপিত
  2019-10-10 19:24:54  cri
অক্টোবর ১০: গতকাল (বুধবার) বেইজিংয়ের গণমহাভবনে চীন-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে এক উদ্‌যাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য লি চান সু এবং চীনে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভ উপস্থিত ছিলেন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ, চীন-রাশিয়া শান্তি ও উন্নয়ন কমিটি, ও চীন-রাশিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে লি চান সু বলেন, বিগত বছরগুলোতে চীন-রাশিয়া সম্পর্ক অসাধারণভাবে বিকশিত হয়েছে। গত জুনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন যুগে দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের ঘোষণা দেন। বস্তুত, চীন-রাশিয়া সম্পর্ক বড় দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার মডেল হয়ে উঠেছে এবং বিশ্বের শান্তি ও আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।

এসময় রুশ রাষ্ট্রদূত বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গভীরতর করতে ইচ্ছুক তাঁর দেশ। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040