বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকে স্বাগত জানায় চীন: মুখপাত্র
  2019-10-10 19:09:58  cri
অক্টোবর ১০: চীনে পুঁজি বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রসহ সকল দেশের শিল্পপ্রতিষ্ঠানকে স্বাগত জানাবে বেইজিং। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং একথা বলেন।

সম্প্রতি হিউস্টন রকেটসের মহাব্যবস্থাপকের হংকংসংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট সংকট যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি করে। অনেক মার্কিনি বলছেন, চীন বিভিন্ন উপায়ে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তাদের মূল্যবোধ ছেড়ে দিতে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাধ্য করছে চীন। তাই মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোর উচিত বিকল্প বাজার সন্ধান করা।

এ প্রসঙ্গে মুখপাত্র বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিদেশি ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগের পরিবেশ ক্রমশ উন্নত হয়েছে। চীন টানা কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর সবচেয়ে প্রিয় গন্তব্যস্থানগুলোর অন্যতম। মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে একটি উদাহরণ হিসেবে নিয়ে বলা যায়, সর্বশেষ জরিপ অনুসারে, ৯৭ শতাংশ মার্কিন শিল্পপ্রতিষ্ঠান চীনের বাজারে মুনাফা করেছে। আমেরিকান চেম্বার অফ কমার্সের সদস্যদের মধ্যে ৭৪ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান চীনে তাদের পুঁজি বিনিয়োগ সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে। চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর বৈধ স্বার্থ রক্ষার নীতি পরিবর্তিত হবে না বলেও মুখপাত্র জোর দিয়ে বলেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040