প্রাগের সঙ্গে বেইজিংয়ের আর বন্ধুত্বপূর্ণ শহরের সম্পর্ক নেই: চীনা মুখপাত্র
  2019-10-10 18:54:55  cri
অক্টোবর ১০: চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরের নতুন পৌর সরকারের প্রধান কর্মকর্তারা নির্লজ্জভাবে সম্প্রতি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন। তাই, চীন প্রাগের সঙ্গে বেইজিংয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতি টেনেছে। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

কেং শুয়াং বলেন, ২০১৮ সালের নভেম্বর মাসের পর চেক প্রজাতন্ত্রের প্রাগ সিটির নবনির্বাচিত পৌর সরকারের প্রধান কর্মকর্তারা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি ও আন্তর্জাতিক সমাজের মতৈক্য উপেক্ষা করে, চীনের কঠোর অবস্থান ও তীব্র বিরোধিতা সত্ত্বেও, তাইওয়ান ও তিব্বতসহ চীনের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে আপত্তিকর মন্তব্য করেছেন।

মুখপাত্র বলেন, পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে চীন ও চেক প্রজাতন্ত্রের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া দু'দেশের অভিন্ন স্বার্থেই প্রয়োজন। চীন আশা করে, প্রাগের সিটি সরকার দ্রুত নিজেদের ভুল সংশোধন করবে এবং দুই শহরের মধ্যে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপনের পরিবেশ সৃষ্টি করবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040