ওয়াশার তিনটি পানি শোধনাগার উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার
  2019-10-10 18:43:39  cri

৬০ কোটি লিটার পানি সরবরাহ ক্ষমতাসম্পন্ন 'পদ্মা-যশলদিয়া পানি শোধনাগার' ও সাভারে 'তেঁতুলঝরা-ভাকৃতায় ওয়েল ফিল্ড' প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসনিা। একই সঙ্গে রূপগঞ্জের গন্ধর্বপুরে 'সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই' প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেল থেকে ভিডিও কনফারেন্সে এ সব কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পানি সরবরাহ, পয়ঃসেবা ও ড্রেনেজ ব্যবস্থাপনায় তিনটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে সরকার। এর ফলে ওয়াসা চাহিদার চেয়ে উদ্বৃত্ত পানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। এ সময় প্রধানমন্ত্রী ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে বৃষ্টির পানি ও ভূ-উপরিস্থ পানি ব্যবহারের ওপর গুরুত্ব দেন। পানির অপচয় রোধ করতেও সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040