বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে;বহুপক্ষবাদ এখন আরও বেশি প্রয়োজন: সিআরআই সম্পাদকীয়
  2019-10-10 18:40:38  cri
অক্টোবর ১০: আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা সম্প্রতি বলেছেন, বাণিজ্যযুদ্ধসহ বিভিন্ন উপাদানের প্রভাবে বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধির হার ২০১০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে থাকবে।

বস্তুত, বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধি বিরাট চাপের সম্মুখীন হচ্ছে। অর্থনীতিতে বিভিন্ন অনিশ্চিত উপাদান বাড়ছে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভিন্ন দিক থেকে ব্যবস্থা নিতে হবে।

প্রথমত, বড় দেশগুলোর উচিত বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য-ব্যবস্থা রক্ষার জন্য আরও বড় দায়িত্ব বহন করা। চীন সবসময় দায়িত্বশীল মনোভাব পোষণ করে। চীনের নেতারা বার বার ঘোষণা করেছেন যে, চীন দৃঢ়ভাবে সংস্কার ও উন্মুক্তকরণ ত্বরান্বিত করবে এবং বৈদেশিক পুঁজির চীনের বাজারে প্রবেশের জন্য আরও বেশি সুবিধা দেবে।

দ্বিতীয়ত, উন্নত দেশগুলোর উচিত বিশ্ব পরিচালনা ও বহুপক্ষীয় নিয়মের প্রণয়নে নতুন অর্থনৈতিক শক্তিগুলোকে আরও বেশি সুযোগ দেওয়া।

তৃতীয়ত, সংশ্লিষ্ট দেশ ও অর্থনৈতিক শক্তিগুলোর উচিত পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক গড়ে তোলা।

আন্তর্জাতিক সম্প্রদায় বহুপক্ষবাদের ভিত্তিতে সংলাপ ও আলোচনা করলে নিশ্চয় ঝুঁকি মোকাবিলা করা যাবে এবং সকলের জন্য কল্যাণের নতুন পথ খুঁজে পাওয়া যাবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040