প্রেসিডেন্ট সি'র সফর দু'দেশের সম্পর্ককে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে: নেপালি রাষ্ট্রদূত
  2019-10-10 16:16:56  cri

অক্টোবর ১০: প্রেসিডেন্ট সি'র আসন্ন নেপাল সফর তাত্পর্যপূর্ণ এবং এ সফর দু'দেশের সম্পর্ককে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। চীনে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত লিলা মানি পাউদিয়াল সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতারের নেপাল বিভাগকে দেওয়া এক সাক্ষাত্কারে এ মন্তব্য করেন।

পাউদিয়াল বলেন, চীন ও নেপালের সম্পর্কের ইতিহাস সুদীর্ঘকালের। দু'দেশের মধ্যে দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের বিনিময়ও ঘন ঘন হচ্ছে। অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা এবং বেসরকারি পর্যায়ের আদান-প্রদান দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, উচ্চ পর্যায়ে সফর বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করবে। নেপাল অধীর আগ্রহ নিয়ে প্রেসিডেন্ট সি'র সফরের অপেক্ষায় আছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040