চীনের প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতা বেড়েছে: বিশ্ব অর্থনেতিক ফোরাম
  2019-10-09 19:04:40  cri
অক্টোবর ৯: আজ (বুধবার) বিশ্ব অর্থনৈতিক ফোরাম সুইজারল্যান্ডের জেনিভায় ২০১৯ সালের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতা প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুসারে, বিশ্বের দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতার দিক দিয়ে চীনের অবস্থান বর্তমানে ২৮তম। গত বছরও চীনের একই অবস্থান ছিল। তবে, এ বছর নির্দিষ্ট স্কোর একটু বেড়েছে।

যে ১৪১টি অর্থনৈতিক সত্তাকে প্রতিবেদনে বিবেচনায় নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে শীর্ষ স্থানপ্রাপ্ত দেশের স্কোর ৮৪.৪ পয়েন্ট এবং সর্বনিম্ন স্থানপ্রাপ্ত দেশের স্কোর ৩৫.১ পয়েন্ট। চীনের স্কোর ৭৩.৯ পয়েন্ট, যা গত বছরের চেয়ে ১.৩ পয়েন্ট বেশি। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040