যুক্তরাষ্ট্র ও ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন
  2019-10-09 19:04:32  cri

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর ও পরে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে এ সংবাদ সম্মেলন হয়।

প্রধানমন্ত্রী দুই দেশ সফর নিয়ে প্রথমে লিখিত বক্তব্য রাখেন এবং পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। প্রধানমন্ত্রী জানান, ভারতে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস রপ্তানি হচ্ছে না। আমদানি করা এলপিজি বোতলজাত হয়ে রপ্তানি হবে। তিস্তা চুক্তি ও এনআরসি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন বলে জানান শেখ হাসিনা। সীমান্তবর্তী ফেনী নদীতে ভারতে অধিকার আছে জানিয়ে এ নদীর ১ দশমিক ৮২ কিউসেক পানি খাবার জন্য ত্রিপুরাকে দেয়া হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনেও ভারত সহায়তা দেবে বলেও জানান তিনি।

বুয়েটের ছাত্র আবরার হত্যাকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, সিসিটিভি ফুটেজ দেখে তিনি অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন- কে ছাত্রলীগ, ও কে ছাত্রলীগ নয় তা দেখা হচ্ছে না। ছাত্র রাজনীতি বন্ধের দাবি নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, বুয়েট বা কোনো প্রতিষ্ঠান চাইলে নিজস্ব ক্যাম্পাসে তা নিষিদ্ধ করতে পারে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040