চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভারত ও নেপাল সফরে যাচ্ছেন
  2019-10-09 19:08:25  cri
অক্টোবর ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ভারত ও নেপাল সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী লুও চাও হুই আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি'র আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সেদেশ সফর করবেন এবং দু'দেশের শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। পরে তিনি নেপালে রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে নয়াচীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপনের পর প্রেসিডেন্ট সি'র প্রথম বিদেশ সফর।

তিনি আরও বলেন, চীন ও ভারত দু'টি উন্নয়নশীল দেশ এবং উদীয়মান বাজারদেশ। দু'দেশের সহযোগিতা বিশ্বের বহু-মেরুকরণ ও অর্থনৈতিক বিশ্বায়নের প্রক্রিয়ার জন্যও কল্যাণকর। দু'দেশের নেতারা গত বছর উহান শহরে প্রথম অনানুষ্ঠানিক বৈঠক করেন। সেই থেকে দু'দেশের সম্পর্ক স্থিতিশীল অগ্রগতির এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

লুও চাও হুই আরও বলেন, নেপাল চীনের সুপ্রতিবেশী দেশ, এবং 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে চীনের গুরুত্বপূর্ণূ অংশীদার। দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর, দু'পক্ষ একে অপরকে সম্মান করে ও একে অপরকে সমর্থন করে এসেছে। দুই দেশের নেতারা চীন-নেপাল সম্পর্ক উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা তৈরি করবেন, রাজনৈতিক পারস্পরিক আস্থাকে আরও গভীর করবেন, দু'দেশের উচ্চমানের যৌথ নির্মাণকে উন্নত করবেন, এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তববাদী সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবেন। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040