বেইজিং বিশ্ব উদ্যান মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদেশি নেতৃবৃন্দের সঙ্গে লি খ্য ছিয়াংয়ের বৈঠক
  2019-10-09 18:57:45  cri
অক্টোবর ৯: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (বুধবার) বেইজিংয়ের গণমহাভবনে বিশ্ব উদ্যান মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদেশি নেতৃবৃন্দের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

কিরগিজস্তানের প্রথম উপ-প্রধানমন্ত্রী বোরোনভ'র সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী লি বলেন, চীন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়াতে, বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রে কার্যকর সহযোগিতা আরও গভীর করতে, এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অর্জনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিরগিজস্তানের সাথে কাজ করতে ইচ্ছুক।

এসময় বোরোনভ বলেন, কিরগিজস্তান চীনের সাথে সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। দু'দেশের মধ্যে উচ্চ-স্তরের মতবিনিময়কে আরও ঘনিষ্ঠ করতে, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময় বাড়াতে এবং চীনা বিনিয়োগকারীদের জন্য সুযোগসুবিধা নিশ্চিত করতে চায় তার দেশ।

আজারবাইজানের উপ-প্রধানমন্ত্রী আবুতালিবোভ'র সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী লি বলেন, চীন তার জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্য রেখে আজারবাইজানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

এসময় আবুতালিবোভ বলেন, চীনের সাথে সম্পর্কের ওপর আজারবাইজান অত্যন্ত গুরুত্ব দেয় এবং 'এক-চীন নীতি' দৃঢ়ভাবে মেনে চলে। চীনের সাথে বন্ধুত্ব জোরদার করতে এবং "এক অঞ্চল, এক পথ" নির্মাণে সক্রিয়ভাবে অংশ নিতে ইচ্ছুক তাঁর দেশ।

কম্বোডিয়ান উপ-প্রধানমন্ত্রী হর নানহং'র সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী লি বলেন, চীন কম্বোডিয়ার সাথে বন্ধুত্ব গভীরতর করতে, দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে, একটি আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের চুক্তির প্রাথমিক আলোচনা শেষ করতে, "দক্ষিণ চীন সমুদ্র আচরণবিধি" প্রচার করতে, এবং যৌথভাবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করতে ইচ্ছুক।

জবাবে হর নানহং বলেন, উভয় পক্ষ উভয় দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও উন্নত করবে। কম্বোডিয়া কার্যকর দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব চীনের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040