সিনচিয়াং ইস্যুতে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায় বেইজিং: মুখপাত্র
  2019-10-09 18:41:22  cri
অক্টোবর ৯: যুক্তরাষ্ট্র সিনচিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের বানোয়াট অভিযোগে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি যে-নিষেধাজ্ঞা আরোপ করেছে, বেইজিং তার তীব্র প্রতিবাদ জানায়। আজ (বুধবার) রাজধানীতে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গতকাল (মঙ্গলবার) সিনচিয়াংয়ে 'মুসলিমদের দমন করা হচ্ছে'—এমন মিথ্যা অজুহাতে চীনের ২৮টি সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা-তালিকায় অন্তর্ভুক্ত করে। অথচ বাস্তবতা হচ্ছে, সিনচিয়াংয়ে তথাকথিত 'মানবাধিকার সমস্যা' নেই।

উল্লেখ্য, সম্প্রতি 'সিনচিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে' অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র চীনের ২৮টি সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর রফতানি-নিষেধাজ্ঞা আরোপ করে এবং পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কোনো চীনা কর্মকর্তা ও তাদের আত্মীয়স্বজনকে যুক্তরাষ্ট্রের ভিসা না-দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040