'মত প্রকাশের স্বাধীনতা'র অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা গ্রহণযোগ্য নয়: সিসিটিভি সম্পাদকীয়
  2019-10-09 15:51:14  cri
অক্টোবর ৯: সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ)-এর ক্লাব হিউস্টন রকেটস-এর মহাব্যবস্থাপক ড্যারিল মোরে সামাজিক যোগাযোগমাধ্যমে হংকংয়ের ব্যাপারে আপত্তিক মন্তব্য করেন। কিন্তু তিনি এর জন্য পরে ক্ষমা চাননি বা এনবিএ-ও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। বরং এনবিএ'র চেয়ারম্যান এডাম সিলভার প্রকাশ্যে মোরের 'মত প্রকাশের স্বাধীনতা'র পক্ষে মন্তব্য করেন।

এদিকে, গতকাল (মঙ্গলবার) চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র (সিসিটিভি)-র স্পোর্টস চ্যানেল পুনরায় প্রকাশিত এক বিবৃতিতে, যুক্তরাষ্ট্রের এনবিএ'র সকল ম্যাচের সম্প্রচার স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করে। চীনের পররাস্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই সম্বন্ধে স্পষ্টভাবে বলেন, চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা করতে চাইলে চীনা জনগণের ইচ্ছা ও অনুভূতিকে মূল্য দিতে হবে, সম্মান করতে হবে।

সিলভার-এর মতো মানুষ 'মত প্রকাশের স্বাধীনতা'-কে অজুহাত হিসেবে ব্যবহার করেই থাকে। অথচ একটি দেশের সার্বভৌমত্ব ও সমাজের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করে—এমন মন্তব্য 'মত প্রকাশের স্বাধীনতা'র অজুহাতে জায়েজ হয়ে যায় না। সিলভার ও মোরের অবস্থান তাদের ঔদ্ধত্য ও অবিনয়ী মনোভাবের পরিচায়ক।

মোরের ভুল ও আপত্তিকর মন্তব্য চীনের সার্বভৌমত্ব ও মর্যাদাকে অসম্মান করেছে। সিলভারের ব্যাখ্যাও অগ্রহণযোগ্য। এর মাধ্যমে তিনি মোরের ভুল মন্তব্যকে প্রশয় দিয়েছেন। তাদের আচরণ এনবিএ'র মূল্যবোধের ক্ষতি করেছে।

আমরা আবারও সিলভারের মতো লোকদের জানাতে চাই, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে চীনা জনগণ কোনো আপোস করবে না। আজকের চীন এ ধরনের আপত্তিকর মন্তব্য কোনোমতেই সহ্য করবে না। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040