জার্মানিতে ব্রেক্সিটের ব্যাপারে ইইউ'র নেতৃবৃন্দের আলোচনা
  2019-10-09 14:21:43  cri
অক্টোবর ৯: গতকাল (মঙ্গলবার) জার্মানি সফররত ইউরোপীয় সংসদের নতুন স্পিকার দেভিদ সাসোলি এবং ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট দোনাল্দ তুস্ক ব্রেক্সিটের ব্যাপার নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে বৈঠক করেন।

এদিন বার্লিনে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে মার্কেল বলেন, ব্রেক্সিট ব্যাপার দু'পক্ষের প্রধান আলোচ্য বিষয় এবং ইউরোপীয় ইউনিয়নের সম্মুখীন সবচেয়ে বড় দায়িত্ব।

তিনি আরো বলেন, ইইউ'র নতুন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা করবে তাঁর দেশ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ইইউ'র কার্যকরিতা নিশ্চিত করতে সক্ষম।

সাসোলি বলেন, নতুন পর্যায়ের সংসদ শপথগ্রহণের পর বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয়। জার্মান সরকারের সংশ্লিষ্ট মতামত শোনার জন্য তিনি বার্লিন সফর করতে এসেছেন।

উল্লেখ্য, ব্রেক্সিট ব্যাপারে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন এখনো মতৈক্যে পৌঁছাতে পারে নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ৩০ অক্টোবর চুক্তি ছাড়াই ব্রেক্সিট করবে তাঁর দেশ। (সুবর্ণা/টুটুল/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040