সুরের ধারায়---'দ্য ভয়েস অফ চায়না'
  2019-12-02 14:21:34  cri


'দ্য ভয়েস অফ চায়না' চীনে জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। প্রতিবছর 'দ্য ভয়েস অফ চায়না' অনেক দর্শকের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেক গান ও গায়ক এ অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় হয়। সম্প্রতি 'দ্য ভয়েস অফ চায়না' অনুষ্ঠানের ফাইনাল শেষ হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা চলতি বছরের অনুষ্ঠান থেকে বাছাই করা কয়েকটি সুন্দর গান শুনবো।

'দ্য ভয়েস অফ চায়না' হচ্ছে জনপ্রিয় সংগীত অনুষ্ঠান 'দ্য ভয়েস অফ হল্যান্ড'-এর চীনা সংস্করণ। ২০১২ সালে এটি চীনে অনেক জনপ্রিয়তা পায়। তারপর থেকে একটানা ৮ বছর অনুষ্ঠানটি চলছে। অনুষ্ঠানে চারজন বিখ্যাত পেশাদার গায়ক 'শিক্ষক' হিসেবে প্রতিযোগীদের নেতৃত্ব দেয় এবং ৪টি টিম গঠন করে প্রতিযোগিতার আয়োজন করে। এ বছরের অনুষ্ঠানে জনপ্রিয় গায়ক লি রোং হাও ও তার টিমের সদস্য সিং হান মিং চূড়ান্ত বিজয় অর্জন করেছে।

বন্ধুরা, এখন লি রোং হাও তার টিমের সদস্য সিং হান মিংয়ের গান 'তুমি, তুমি' শুনবো। অনুষ্ঠানের শুরুতেই সিং হান মিং তার বিশেষ কণ্ঠের জন্য চারজন 'শিক্ষকের' কাছে প্রিয় হয়ে ওঠেন। অবশেষে 'দ্য ভয়েস অফ চায়না' অনুষ্ঠানের চ্যাম্পিয়ন হন তিনি। এই গানে তার বিশেষ কণ্ঠ সহজ সুন্দর সুরে মনোমুগ্ধকর অনুভূতি সৃষ্টি করে।

বন্ধুরা, এখন গান 'তুমি, তুমি' শুনবো। গান ১

চ্যাম্পিয়ন হওয়া ও তার গান অনেক প্রশংসা পেলেও সিং হান পিং আসলে খুব তরুণ। তিনি এখন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার দৃষ্টিকোণ থেকে তিনি সবসময় সাধারণ গানে অসাধারণ অনুভূতি যুক্ত করতে পারেন। বন্ধুরা, এখন অনুষ্ঠানে সিং হান পিংয়ের গাওয়া আরো একটি জনপ্রিয় গান 'পাগল' শুনবো। গান ২

এবার আমরা শুনবো লি রোং টিমের সদস্য লিউ চিয়া ছি'র গান 'শেষ'। গানটি চীনে খুব জনপ্রিয় একটি প্রেমের গান। লি চিয়া ছি'র শক্তিশালী কণ্ঠে গানটি বেশ আকর্ষণীয় হয়েছে। গান ৩

এবার আমরা শুনবো লি রোং হাওয়ের টিমের অন্য এক সদস্য ইয়ো পো উনের গান 'তাং নিয়ান ছিং'। এটি গত শতাব্দীতে চীনের একটি বিখ্যাত চলচ্চিত্র 'a better tomorrow'র থিম সং, গানটি গেয়েছেন সে সময়ের বিখ্যাত গায়ক চাং কুও রোং। গানটি কিছুটা জটিল হলেও ১৯ বছর বয়সের ইয়ো পো উন খুব সুন্দরভাবেই গানে তার অনুভূতি প্রকাশ করেছেন।

বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৪

চ্যাম্পিয়ন টিমের পাশাপাশি অন্য টিমেও খুব ভালো প্রতিযোগী আছে। ওয়াং লি হোংয়ের টিম সদস্য লি চি থিং তাদের মধ্যে জনপ্রিয় একজন প্রতিযোগী। তিনি ২০০০ সালে চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। তরুণ শিল্পী লি চি থিং পুরানো গান খুব ভালো গাইতে পারেন।

বন্ধুরা, এখন শুনুন তার গাওয়া পুরানো কিন্তু সুন্দর গান 'চোরাবালি'। গান ৫

পরের গানে আমরা শুনবো না ইংয়ের দলের সদস্য সি তান মান ছু'র গান 'নিজেকে হারিয়ে ফেলা'। সি তান মান ছু চীনের সিছুয়ান প্রদেশের আ-পায়ে জন্মগ্রহণ করেন। তিব্বতি জাতির লোক হিসেবে তার গানে তিব্বতি সংগীতের বৈশিষ্ট্য দেখা যায়। এই বৈশিষ্ট্য নিয়ে পাশ্চাত্যের পপ সংগীতের সঙ্গে মিলিয়ে সি তান মান ছু নিজের বিশেষ সংগীতশৈলী সৃষ্টি করেন ও জনপ্রিয় হন।

বন্ধুরা, এখন তার এই সুন্দর গান 'নিজেকে হারিয়ে ফেলা' শুনুন। গান ৬

অনুষ্ঠানের শেষে ইয়ু ছেং ছিং টিমের প্রতিযোগী ছেন ছি নানের গান 'যদি তুমি আমাকে ভালোবাসতে' শুনবো। অনুষ্ঠানে সবাই তার এই গান শুনে মুগ্ধ হয়। আশা করি, এই মনোমুগ্ধকর গান আপনারও ভালো লাগবে। গান ৭

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনাদের কয়েকটি চমত্কার গান শুনিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আশা করছি আপনারা এ গানগুলো পছন্দ করেছেন। শুনে ভালো লেগেছে আপনাদের। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040