সিনচিয়াং ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধে আবারও তাগিদ দিল চীন
  2019-10-08 18:41:24  cri
অক্টোবর ৮: মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় গতকাল (সোমবার) প্রকাশিত এক ইশতেহারে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চরের গণনিরাপত্তা বিভাগ এবং এর আওতাধীন ১৮টি সংস্থা, সিনচিয়াং উত্পাদন ও নির্মাণ কর্পোরেশানের গণনিরাপত্তা বিভাগসহ ৮টি চীনা শিল্প-প্রতিষ্ঠানকে রফতানি নিষিদ্ধ-তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করে। এই সম্বন্ধে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্পর্কের সংশ্লিষ্ট নিয়মের লঙ্খন, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ, এবং চীনের স্বার্থ-পরিপন্থি। চীন এর তীব্র বিরোধিতা করে।

মুখপাত্র কেং শুয়াং বলেন, সিনচিয়াং ইস্যু পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার; এতে অন্য কোনো দেশের হস্তক্ষেপের অধিকার নেই।

তিনি বলেন, সিনচিয়াংয়ে যুক্তরাষ্ট্রের তথাকথিত মানবাধিকার সমস্যা একেবারে নেই। সংশ্লিষ্ট অভিযোগ শুধুই যুক্তরাষ্ট্রের চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অজুহাত। চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভুল আচরণ বন্ধ করতে, সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাতিল করতে, ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করতে তাগিদ দেয়। চীন দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থকে রক্ষা করার জন্য অব্যাহতভাবে কঠোর ব্যবস্থা নেবে বলেও মুখপাত্র উল্লেখ করেন। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040