বুয়েট ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ১০ আসামী ৫ দিনের রিমান্ডে
  2019-10-08 18:31:10  cri

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

বুয়েটের শিক্ষার্থীরা খুনিদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল ও সর্বোচ্চ শাস্তিসহ ৮ দফা দাবি জানিয়েছে। ৭২ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলো কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। আবরার হত্যার ঘটনায় আটক ১০ আসামীকে মঙ্গলবার আদালতে নেয়া হলে তাদের ৫ দিন করে রিমান্ড দেয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুয়েক জনের অপকর্মের জন্য গোটা ছাত্রলীগকে দায়ী করা ঠিক নয়। আর আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে জানিয়েছেন আবরারের হত্যাকারীরা শাস্তি পাবে।

এদিকে, মঙ্গলবার তৃতীয় দফা জানাজা শেষে কুষ্টিয়ায় আবরারের দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা বুয়েটে হল থেকে আবরারকে ধরে নিয়ে মারধর করে। পরে হলের সিড়িতে তাকে ফেলে রেখে যায়। রাতে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040