অক্টোবর ৮: গতকাল (সোমবার) চীনের জাতীয় আণবিক শক্তি সংস্থার পরিচালক চাং খে চিয়ানের নেতৃত্বে চীনা প্রতিনিধিদল ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং ওইসিডি পারমাণবিক শক্তি সংস্থার যৌথ উদ্যোগে 'জলবায়ু পরিবর্তন ও পারমাণবিক বৈদ্যুতিক শক্তির ভূমিকা' বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন।
চাং খে চিয়ান সম্মেলনে ভাষণ দেন। ভাষণে তিনি চীনের ইতিবাচকভাবে জাতিসংঘ জলবায়ু পরিবর্তনে আন্তর্জাতিক দায়িত্ব পালন করা ও পারমাণবিক শক্তি উন্নয়নের অভিজ্ঞতা ও ফলাফল সবার কাছে তুলে ধরেন।
তিনি জানান, সাম্প্রতিক বছরে "পরিষ্কার পানি ও সবুজ পাহাড় হচ্ছে অমূল্য" এই ধারণা পালন করে জীবাশ্ম জ্বালানি ব্যাবহারের দিক কমানো ও পরিষ্কার জ্বালানি উন্নয়নের খাতে চীন অসাধারণ সুফলাফল অর্জন করেছে। (আকাশ/টুটুল )