আফ্রিকার সমস্যা সমাধানে আফ্রিকান দেশগুলোর ভূমিকার ওপর চীনের গুরুত্বারোপ
  2019-10-08 16:57:42  cri
অক্টোবর ৮: আফ্রিকার সমস্যা সমাধানে আফ্রিকান দেশগুলোর পূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছে চীন। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি জিয়াং চুন গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদের আফ্রিকান শান্তি ও নিরাপত্তাবিষয়ক একটি উন্মুক্ত সভায় আফ্রিকার সমস্যা সমাধানে আফ্রিকান দেশগুলোকে মূল ভূমিকা রাখার আহ্বান জানান।

জিয়াং চুন বলেন, আফ্রিকার শান্তি ও সুরক্ষা কেবল আফ্রিকান জনগণের কল্যাণের জন্য নয়, বরং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। শান্তি ও নিরাপত্তার জন্য আফ্রিকাকে সহায়তা করা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত নিরাপত্তা পরিষদের দায়িত্ব।

তিনি বলেন, আফ্রিকান সমস্যা সমাধানে আফ্রিকান দেশগুলোর সামর্থ্য পুরোপুরি কাজে লাগানো উচিত; আফ্রিকাকে পুরোপুরি বিশ্বাস করা উচিত। রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে আফ্রিকান সমস্যা সমাধান করার জন্য সর্বদা চেষ্টা করা উচিত। সংঘাতে মধ্যস্থতাকারী ও সংঘাতে জড়িত পক্ষগুলোর উচিত সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা, সহযোগিতার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, এবং নারী ও যুবসমাজকে যথাযথ ভূমিকা পালন করতে দেওয়া।

তিনি আরও বলেন, চীনা জনগণ সর্বদা আফ্রিকাকে সম্মান করে, ভালবাসে, ও সমর্থন করে। আফ্রিকার শান্তিপূর্ণ উন্নয়নের পথে চীন আফ্রিকার পাশে থাকবে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040