'স্বাস্থ্যকর চীন' বিশ্বের এক-ষষ্ঠাংশ মানুষের চিকিত্সা-সমস্যার সমাধান করেছে: সিআরআই সম্পদকীয়
  2019-10-05 15:48:37  cri
অক্টোবর ৫: গত ৭০ বছর ধরে চীন বিশ্বের বৃহত্তম বেসিক মেডিকেল ইন্স্যুরেন্স নেটওয়ার্ক গড়ে তুলেছে। এ নেটওয়ার্কের আওতায় এসেছে ১৩০ কোটিরও বেশি মানুষ। অন্যভাবে বললে, 'স্বাস্থ্যকর চীন' কৌশলের ফলে বিশ্বের এক-ষষ্ঠাংশ মানুষের চিকিত্সা-সমস্যার সমাধান হয়েছে।

বিগত ৭০ বছরে চীনা নাগরিকদের মাথাপিছু আয়ু ৩৫ থেকে বেড়ে ৭৭-এ উন্নীত হয়েছে। এখন সব চীনা নাগরিক প্রাথমিক চিকিত্সা-সেবার আওতায় এসেছেন।

বস্তুত, চীন সরকার জনগণের স্বাস্থ্যকে জাতীয় সমৃদ্ধির প্রতীক হিসাবে গণ্য করে। 'স্বাস্থ্যকর চীন' কৌশল বাস্তবায়ন করে, জাতীয় স্বাস্থ্যনীতি উন্নত করে, এবং চিকিত্সা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারকে গভীরতর করার মাধ্যমে, চীনে নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন চিকিত্সা-ব্যবস্থা গড়ে উঠেছে। এতে মানুষের জীবনমানও অনেক উন্নত হয়েছে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040