চীনের জাতীয় দিবসে বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লণ্ঠন উত্সব
  2019-10-05 15:25:07  cri
অক্টোবর ৫: বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট চীনের জাতীয় দিবস উপলক্ষ্যে সম্প্রতি একটি লণ্ঠন উত্সবের আয়োজন করে। উত্সবে ইনস্টিটিউটের চীনা শিক্ষকদের তৈরি লণ্ঠন, চীনা চলচ্চিত্র ইত্যাদি প্রদর্শিত হয়। বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিক ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আতিক ইসলাম বলেন, চীন বহুসংস্কৃতি ও বিপুল সম্পদে সমৃদ্ধ একটি দেশ। তরুণদের উচিত আরও জানা ও শেখার জন্য চীনে যাওয়া। চীনা শিক্ষকরা এ্ই লণ্ঠন উৎসবের জন্য প্রচুর সময় ও মেধা ব্যয় করেছেন। এটি একটি অনুপ্রেরণামূলক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা।

বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ডিন চৌ ওয়েই ওয়েই উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই উত্সবের মাধ্যমে বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে চীনা সংস্কৃতি, প্রকৃতি ও সৌন্দর্যকে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040