সোজা পথ, সুন্দর বাসভবন, পরিষ্কার-পরিচ্ছন্ন মহাচত্বর এবং শরীরচর্চায় ব্যবহৃত নানা সরঞ্জাম দেখা যায় সিন আন গ্রামে। গ্রাম ঘিরে সীমাহীন ধানক্ষেত না দেখলে সবাই মনে করত যে এটি একটি শহরের দৃশ্য। তবে, এটি সিন আন গ্রামের নতুন ভাবমূর্তি।
সোজা ও সুন্দর রাস্তায় যাত্রা করে গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে উত্সবমুখর ড্রামের আওয়াজ শোনা গেলো। গ্রামের চত্বরে কোমরে ড্রাম থাকা গ্রামবাসীরা অধিনায়কের নির্দেশনায় অনুশীলন করছে। অনেক মানুষ জড়ো হয়েছে চারপাশে। ড্রামের সংগীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন সংগীতে গ্রামবাসীরা নাচা শুরু করে। পার্শ্ববর্তী খালি জায়গায় টেবিল টেনিস প্রতিযোগিতা চলছে। আরও আছে শরীরচর্চার সরঞ্জামে শরীরচর্চা করা নারীরা, আরও আছে মা'র হাত ধরে উল্লসিত শিশুরা। এ সব নিয়েই চলছে সিন আন গ্রামের দৈনন্দিন জীবন।
তবে এ সুন্দর গ্রাম অতীতে খুব গরীব ও নোংরা ছিল। পানীয় জল সরবরাহের ব্যবস্থা না থাকার কারণে গ্রামবাসীরা কুয়া থেকে পানীয় জল তুলে পান করত। বিদ্যুত্ ব্যবস্থা না থাকায় রাতে গ্রাম অন্ধকার হয়ে যেত। কর্দমাক্ত পথ পার হয়ে গ্রাম থেকে বাইরে যেতে হতো। কঠিন ও কষ্টকর জীবন থেকে নিজেদের রক্ষা করার জন্য তরুণ তরুণীরা গ্রাম ছেড়ে বাইরে চাকরি নিয়ে চলে যেত। যে কারণে গ্রামের উন্নয়ন ব্যাহত হয়। চীনে একটি কথা আছে, 'ধনী হতে চাইলে রাস্তা নির্মাণ করা গুরুত্বপূর্ণ। সিন আন গ্রামের অবস্থা উন্নত করতে গ্রামের রাস্তা নির্মাণ শুরু করেন গ্রামের কর্মকর্তারা। গ্রামের সিপিসি'র সম্পাদক উ চি মিং বলেন,
'এই রাস্তা বেশ কয়েকবার মেরামত হয়েছে। কর্দমাক্ত রাস্তা থেকে ১৯৯৪ সালে ২.৫ মিটার চওড়া সিমেন্টের রাস্তা, তারপর ২০১১ সালে ৩.৫ মিটার চওড়া সিমেন্টের রাস্তা তৈরি হয়। ২০১৪ সালে এ রাস্তা আরও প্রশস্ত করেছি আমরা। বর্তমানে এটি ৫ মিটার চওড়া।
রাস্তা নির্মাণ করা কেবল গ্রামের কর্মকর্তাদের সিদ্ধান্ত নয়। এটি জেলা পর্যায় ও গ্রামবাসীদের সমর্থনও পেয়েছে।
উ চি মিং বলেন, 'নিয়ম অনুযায়ী এমন এক কিলোমিটার রাস্তা তৈরি করতে ১ লাখ ইউয়ান ব্যয় হয়। গ্রামবাসীরা ১ লাখ ইউয়ান অর্থ সংগ্রহ করেছে। তারা রাস্তা নির্মাণে এ অর্থ দিয়েছে। আমাদের গ্রামের প্রবীণ ইয়ু একাই ১ লাখ ইউয়ান দান করে। তারপর আরেকটি রাস্তা নির্মাণে তিনি আরও ৫০ হাজার ইউয়ান অর্থ দিয়েছেন। তার উত্সাহে গ্রামবাসীরা নিজের ক্ষমতা অনুযায়ী অনুদান করেছেন।
এ পর্যন্ত সিন আন গ্রামে ৩৫ কিলোমিটার গুণগত ও উচ্চ পর্যায়ের রাস্তা তৈরি হয়েছে। অন্ধকারাচ্ছন্ন সিন আন গ্রাম ইতিহাসে পরিণত হয়েছে। রাস্তার পাশাপাশি গ্রামে নালাও তৈরি করা হয়েছে।
"আমাদের গ্রামে অতীতে পানীয় জলের ব্যবস্থা ছিল না। নালা না থাকার কারণে কৃষি উত্পাদন ব্যাহত হচ্ছিল।'
পানীয় জল ও কৃষি সেচ নিশ্চিত করতে নালা তৈরি শুরু হয় গ্রামে। ৯০ হাজার ইউয়ান দিয়ে পানীয় জলের ব্যবস্থা গড়ে তোলা হয়, যার ফলে গ্রামবাসী বিশুদ্ধ পানীয় জল পান করতে সক্ষম হয়। এ ছাড়া নালার মাধ্যমে কৃষি সেচ সুবিধাজনক হয়েছে, যা গ্রামবাসীদের দারিদ্র্যবিমোচনে সহায়ক হয়েছে।
গ্রামবাসী পেং বলেন, "আমি ২০১৫ সালে ধান চাষ করতে শুরু করি। ২০১৮ সালে ধান চাষের মাধ্যমে দারিদ্র্যমুক্ত হয়েছি আমরা। গ্রামে জলসেচ ব্যবস্থা কল্যাণকর। বর্তমানে আমার কর্মগ্রপে ২০জনেরও বেশি সদস্য রয়েছেন। আমি তাদের দারিদ্র্যমুক্তকরণে সাহায্য করেছি।
অর্থনীতি উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষা করতেও ভুলে যায়নি সিন আন গ্রাম। 'এ কয়েক বছরে আমরা বিভিন্ন নিয়মকানুন অনুযায়ী পরিবেশ রক্ষা করা এবং গ্রামের আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে আসছি। গ্রামের নালা, খাল, পুল এবং গ্রামবাসীদের বাড়ির সামনে পিছনে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে সাজিয়েছি। কয়েক বছর সংস্কারের ফলে সিন আন গ্রামকে পরিবেশবান্ধব গ্রামে পরিণত করা হয়েছে।
সিন আন গ্রাম তার নামের মতো নতুন ও স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হয়।