চীন-গিনি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্টদ্বয়ের অভিনন্দন
  2019-10-04 16:01:31  cri

অক্টোবর ৪: আজ (শুক্রবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে পরস্পরকে অভিনন্দন জানান।

অভিনন্দন-বার্তায় সি চিন পিং বলেন, সাহারা মরুভূমির দক্ষিণ দিকে আফ্রিকান দেশের মধ্যে গিনি প্রথমে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। গেল ৬০ বছরে, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তন হোক না কেন দু'পক্ষ সবসময় আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ মন নিয়ে পরস্পরকে সমর্থন দিয়ে আসে। চীন-গিনি সম্পর্কের ওপর গুরুত্ব দেয় বেইজিং এবং প্রেসিডেন্ট কন্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী নতুন সূচনা হিসেবে 'এক অঞ্চল, এক পথ' ও চীন-আফ্রিকা সহযোগিতার দ্রুত উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে মৈত্রী ও পারস্পরিক আস্থা জোরদার করবে এবং চীন-গিনি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে।

কন্ডে বলেন, গিনি-চীন কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন অর্থবহ। দীর্ঘসময় ধরে দু'দেশের মধ্যে বিশেষ বন্ধুত্ব বজায় রয়েছে। চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের উচ্চ মূল্যায়ন করে গিনি এবং চীনের সঙ্গে ঐতিহ্যিক মৈত্রী সুসংবদ্ধ করতে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনের ফলাফল বাস্তবায়ন করতে গিনি ইচ্ছুক বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট কন্ডে। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040