শিগগির ই-সিগারেট নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশে
  2019-10-03 18:40:10  cri

দেশে শিগগিরই ই-সিগারেট, ভ্যাপিংসহ সকল ইমার্জিং ট্যোবাকো প্রডাক্ট উৎপাদন, আমদানি ও বিপনন নিষিদ্ধ করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণসচিব ইউসুফ হারুন। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে তামাক নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৯-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। দ্রুত তা চূড়ান্ত করে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণসচিব।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040