চীন–রাশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছা
  2019-10-02 17:04:50  cri

অক্টোবর ২: আজ (বুধবার) চীন–রাশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই সরকার ও জনগণের পক্ষ থেকে পরস্পরকে শুভেচ্ছা জানান।

সি চিন পিং বলেন, গেল ৭০ বছরে চীন-রুশ সম্পর্ক অসাধারণ একটি উন্নয়ন পথে চলে এসেছে। দু'পক্ষের যৌথ প্রচেষ্টায় দু'দেশের সম্পর্ক বড় দেশ ও সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃষ্টান্তে পরিণত হয়। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে আমার ও প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে দু'পক্ষের কৌশলগত পারস্পরিক আস্থা জোরদার হয় এবং নানা ক্ষেত্রের সহযোগিতায় অভূতপূর্ব অগ্রগতি অর্জিত হয়।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন-রুশ সম্পর্কের ওপর গুরুত্ব দেয় বেইজিং এবং দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অন্তঃসার যোগ দেবে। নতুন যুগে চীন-রুশ সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে এবং একসাথে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করবে। চীন-রুশ সম্পর্ক সমৃদ্ধ ও দীর্ঘজীবী হোক।

পুতিন বলেন, রাশিয়া বিশ্বের প্রথম দেশ যে গণপ্রজাতন্ত্রী চীনকে স্বীকৃতি দেয় এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করে। দু'দেশের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দু'দেশের মধ্যে নানা পর্যায়ের রাজনৈতিক সংলাপ প্রসারিত হচ্ছে এবং জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিক্সসহ নানা বহুপক্ষীয় কাঠামোতে ঘনিষ্ঠ সহযোগিতা করে। প্রিয় বন্ধু, আপনার স্বাস্থ্য ও কাজ এবং চীনা জনগণের সুখ কামনা করি।

একইদিন, দু'দেশের প্রধানমন্ত্রীদ্বয়ও পরস্পরকে শুভেচ্ছা-বার্তা পাঠান।

(শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040