যুক্তরাষ্ট্রের একতরফাবাদ আচরণের বিরোধিতা করতে ইরানি প্রেসিডেন্টের আহ্বান
  2019-10-02 15:40:29  cri

অক্টোবর ২: আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত্ যুক্তরাষ্ট্রের একতরফাবাদ আচরণের বিরোধিতা করা। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল (মঙ্গলবার) আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে এ কথা বলেন।

ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা ইউরেশিয়ান অর্থনৈতিক কমিটি পরিষদের অধিবেশন মঙ্গলবার ইয়েরেভানে অনুষ্ঠিত হয়। রুহানি বর্ধিত অধিবেশনে উপস্থিত ছিলেন এবং একটি ভাষণ দিয়েছেন। তিনি বলেন, সকল দেশের উচিত্ একতরফাবাদের বিরোধিতা করে বিশ্বের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সুশৃঙ্খলা রক্ষার আন্তর্জাতিক দায়িত্ব বহন করা।

রুহানি বলেন, ইরানের উপর মার্কিন চরম চাপ চাপানোর নীতি এখন ইরানি জনগণের স্বার্থের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রসাবাদে পরিণত হয়। জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে, বহুপক্ষবাদ এগিয়ে নিয়ে যাওয়া একমাত্র সঠিক সিদ্ধান্ত।

ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশ হলো রাশিয়া, কাজাখস্তান, বেলারুশ, কিরগিজস্তান ও আর্মেনিয়া। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040