বেইজিংয়ে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে গালা অনুষ্ঠান আয়োজিত, মাতৃদেশের সুন্দর ভবিষ্যত্ কামনা অংশগ্রহণকারীদের
  2019-10-02 14:36:41  cri

অক্টোবর ২: গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের থিয়ান আন মেন মহাচত্বরে গালা অনুষ্ঠান আয়োজিত হয়। 'আমি তোমাকে ভালোবাসি, চীন' শিরোনামে গালা অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল 'নতুন যুগের প্রশংসা এবং যৌথভাবে চীনা স্বপ্ন বাস্তবায়ন'। ৯০ মিনিটের অনুষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তিগত লাইটিং ব্যবস্থার মাধ্যমে বিস্ময়কর সুন্দর দৃশ্য তৈরি হয়। বেশ কয়েকজন অংশগ্রহণকারী চায়না মিডিয়া গ্রুপের সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাত্কারে মাতৃদেশের সুন্দর ভবিষ্যত কামনা করেন।

বেইজিংয়ের একটি শিল্পকলা স্কুলের শিক্ষার্থী ওয়াং ই থোং বলেন, এটি তাদের প্রথমবারের মতো জাতীয় দিবসের গালা অনুষ্ঠানে অংশগ্রহণ করা। তিনি খুব অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। অন্য তিনজন সহপাঠির সঙ্গে একটি নৃত্য পরিবেশন করেছেন এবং তিনটি গান গেয়েছেন তিনি।

গালা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থাপন করেন। মাদাম লিউ চ্য বলেন, তার প্যারেডে নানা বছর বয়সী লোকজন অংশগ্রহণ করেছে। যেমন সদ্য বিবাহিত দম্পতি, চত্বরে নৃত্য করতে পছন্দ করা প্রবীণ নারী এবং তরণ-তরুণীরা। এ প্যারেডের প্রতিপাদ্য ছিল সুখী জীবন।

এছাড়া, নানা প্রদেশ ও অঞ্চলের বৈশিষ্ট্যময় ব্যান্ডের ৩৬৫০জন শিল্পী গালা অনুষ্ঠানে অংশ নেন। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040