ঐক্যবদ্ধ ও পরিশ্রমী চীনা চেতনায় চীনা বিস্ময় সৃষ্টি হয়েছে: চীন আন্তর্জাতিক বেতারের সম্পাদকীয়
  2019-10-02 14:19:46  cri
অক্টোবর ২: গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজ ও গণপ্যারেড আয়োজিত হয়। তাতে বোঝা যায় যে, ঐক্যবদ্ধ ও পরিশ্রমী চীনা চেতনায় চীনা বিস্ময় সৃষ্টি হয়েছে। চীন আন্তর্জাতিক বেতার আজ (বুধবার) এক সম্পাদকীয়তে এ মন্তব্য করেছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, আজকের চীন ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় চীনা জাতির মহানপুনরুত্থানের লক্ষ্যের কাছে চলে আসে। তবে চীনা মানুষ স্পষ্টই জানে যে, চীন এখনও সমাজতন্ত্রের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ। চীন বর্তমানে বাণিজ্যিক সংরক্ষণবাদ ও একতরফাবাদের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সি চিন পি'র ভাষণে ঠিক তুলে ধরা হয় যে, ঐক্য হলো চীনা মানুষ ও চীনা জাতির যাত্রায় যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাফল্য থেকে নতুন সাফল্য অর্জনের চাবিকাঠি।

সম্পাদকীয়তে নিউইয়র্কে গত বছরের শেষ নাগাদে প্রকাশিত এক প্রবন্ধের বরাত দিয়ে বলা হয়, 'চীনের সামনে আগানোর পদযাত্রা মাত্র শুরু' বলে ধারণা করা হচ্ছে। ঐক্যবদ্ধ ও পরিশ্রমী চীনারা ভবিষ্যতে আরও বিস্ময় এবং বিশ্বের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040