গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর কুচকাওয়াজ ও গণপ্যারেডের ওপর দৃষ্টি রেখেছে বিদেশি গণমাধ্যম
  2019-10-01 19:30:23  cri
অক্টোবর ১: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর কুচকাওয়াজ ও গণপ্যারেড আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে জাকজমকপূর্ণভাবে থিয়ান আন মেন মহাচত্বরে অনুষ্ঠিত হয়। বিদেশি বেশ কিছু গণমাধ্যম অনুষ্ঠানের ওপর দৃষ্টি রেখেছে।

ব্রিটেনের বিবিসি আজ (মঙ্গলবার) কুচকাওয়াজ ও গণপ্যারেড সরাসরি সম্প্রচার করেছে। সম্প্রচারে বলা হয়েছে, উদযাপনী অনুষ্ঠান বিশাল আকারে অনুষ্ঠিত হয়েছে। গণমুক্তি ফৌজের ১৫ হাজার সেনা ও ৬০০ হাই-টেক সরঞ্জাম কুচকাওয়াজে অংশ নিয়েছে।

অস্ট্রেলিয়ার জাতীয় রেডিওসহ বেশ কয়েকটি প্রধান গণমাধ্যম কুচকাওয়াজ ও গণপ্যারেড সম্প্রচার করেছে। অস্ট্রেলিয়ার জাতীয় রেডিও কোম্পানি জানায়, অনুষ্ঠানে সি চিন পিং'র ভাষণে চীনের আস্থা প্রতিফলিত হয়েছে। তিনি কোনো শক্তি চীনা জাতির যাত্রা থামাতে পারবে না বলে যে কথা বলেছেন, তাতে রূপান্তরের সময়ে কঠোর পরিস্থিতি নিয়ন্ত্রণে চীনা নেতৃবৃন্দের আস্থা দেখা দিয়েছে।

এছাড়া, ভিয়েতনামের জাতীয় রেডিওসহ নানা মিডিয়া অনুষ্ঠান সম্প্রচার করেছে। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040