জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের সাধারণ বিতর্ক শেষ
  2019-10-01 18:41:46  cri

অক্টোবর ১: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের সাধারণ বিতর্ক গতকাল (সোমবার) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে শেষ হয়েছে। বিতর্ক চলাকালে, নানা দেশের প্রতিনিধিরা জলবায়ু কার্যক্রম বাস্তবায়ন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং বহুপক্ষবাদ জোরদার ও আন্তর্জাতিক হট ইস্যুগুলো দ্রুত সমাধানসহ নানা বিষয় নিয়ে নিজ নিজ অবস্থান ও ধারণা তুলে ধরেন।

৭৪তম অধিবেশনের প্রেসিডেন্ট সমাপ্তি ভাষণে বলেন, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৯২টির প্রতিনিধিরা সাধারণ বিতর্কে অংশ নেন। তার মানে বিভিন্ন দেশ একমত হয় যে, দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক রয়েছে এবং বহুপক্ষবাদ শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের একমাত্র গ্যারান্টি। এ বিশ্বের দীর্ঘকালীন অস্তিত্বের জন্য বহুপক্ষবাদে অবিচল থাকা উচিত।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২৪-৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।(শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040