আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।
সম্পাদকীয়তে বলা হয়েছে, ১৯৪৯ সালের ১ অক্টোবর, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। সে সময় চীনের জনসংখ্যা বিশ্বের চার ভাগের এক ভাগ। সে সময় বহির শক্তির অধিপাত্যবাদের শিকার হয় চীন। বর্তমানে চীন দিন দিন বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চীনা মানুষ ঐক্যবদ্ধ হয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে, যা মানবজাতির শান্তিপূর্ণ উন্নয়নের জন্য ব্যাপক অবদান রেখেছে।
সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভাষণে জোর দিয়ে বলেন, নতুন যাত্রায় পাঁচটি নীতিতে অবিচল থাকা প্রয়োজন। অর্থাত্ সিপিসির নেতৃত্ব, জনগণের প্রধান অবস্থান, চীনের সমাজতান্ত্রিক পথ, শান্তিপূর্ণ ঐক্য ও 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা' এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থাকা । (রুবি/টুটুল/শিশির)