শান্তিপূর্ণ উন্নয়ন হচ্ছে বিশ্বের কাছে চীনের দৃঢ় প্রতিশ্রুতি: সিআরআই সম্পাদকীয়
  2019-10-01 16:02:30  cri
অক্টোবর ১: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে থিয়ান আন মেন মহাচত্বরে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন করেছে চীন। এ উদযাপনী অনুষ্ঠান বিশ্বদৃষ্টি কেড়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উদযাপনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি বলেন, গত ৭০ বছরে চীন বিশ্বকে বিস্ময় করা অগ্রগতি অর্জন করেছে। নতুন যাত্রায় চীনকে পাঁচটি নীতিতে অবিচল থাকতে হবে, যাতে মানুষের সুন্দর ও সুখী জীবন পূরণ এবং দেশের সম্পূর্ণ ঐক্য বাস্তবায়ন করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন জাতির মানুষের সঙ্গে মানবজাতির অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট যৌথ কমিউনিটি গঠন করা যায়।

আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়েছে, ১৯৪৯ সালের ১ অক্টোবর, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। সে সময় চীনের জনসংখ্যা বিশ্বের চার ভাগের এক ভাগ। সে সময় বহির শক্তির অধিপাত্যবাদের শিকার হয় চীন। বর্তমানে চীন দিন দিন বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চীনা মানুষ ঐক্যবদ্ধ হয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে, যা মানবজাতির শান্তিপূর্ণ উন্নয়নের জন্য ব্যাপক অবদান রেখেছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভাষণে জোর দিয়ে বলেন, নতুন যাত্রায় পাঁচটি নীতিতে অবিচল থাকা প্রয়োজন। অর্থাত্ সিপিসির নেতৃত্ব, জনগণের প্রধান অবস্থান, চীনের সমাজতান্ত্রিক পথ, শান্তিপূর্ণ ঐক্য ও 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা' এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থাকা । (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040