অক্টোবর ১: আজ (মঙ্গলবার) পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য ও সম্প্রচারবিষয়ক বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ান চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সাংবাদিকদের দেয়া সাক্ষাতকারে নয়াচীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে কুচকাওয়াজ সাফল্যের সাথে আয়োজনের জন্য উষ্ণ অভিনন্দন জানান।
তিনি বলেন, কুচকাওয়াজে বিগত ৭০ বছরে চীনের উন্নয়নের যাত্রা পুরোপুরিভাবে প্রতিফলিত হয়। তিনি বলেন, চীনা জাতি অধ্যবসায়ের সাথে প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনৈতিক, প্রতিরক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে অসাধারণ সুফলাফল অর্জন করে এবং বিশ্বের শক্তিশালী দেশে পরিণত হয়।
তিনি বলেন, চীনা জনগণ বরাবরই কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নয়ন বাস্তবায়ন করে। আজকের কুচকাওয়াজে দেশের জনগণের কঠোর পরিশ্রম দেখা যায়। পাশাপাশি চীনের প্রযুক্তি উন্নয়ন, নতুন উদ্ভাবন ও উন্নত অস্ত্রও প্রদর্শিত হয়।
তিনি বলেন, চীনের বন্ধু হিসেবে তিনি অনেক গর্বিত বোধ করছেন। চীন শক্তিশালী ও সফল দেশে পরিণত হলে পাকিস্তানও মনে করে নিজেও হয়তো আরো শক্তিশালী হয়ে উঠেছে।
তিনি বলেন, যে কোনো কঠিন সময়ে চীন সবসময় পাকিস্তানকে সমর্থন করতে থাকে। চীন-পাক বন্ধুত্ব হিমালয় পাহাড়ের চেয়ে আরো উঁচু, সাগরের চেয়ে আরো গভীর, মধুর চেয়ে আরো মিষ্টি। এটা হচ্ছে সব পাকিস্তানি জনগণের মনের ভাবনা ও অনুভূতি। ভবিষ্যতে চীনের যে কোনো উন্নয়নের পর্যায়ে পাকিস্তান দৃঢ়ভাবে চীনের সাথে দাঁড়িয়ে থাকবে।
এদিন পাকিস্তানের জাতীয় টিভি স্টেশন, ডন, পাবলিক, বলসহ দেশটির অন্য প্রধান টিভি স্টেশন নয়াচীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজ সম্প্রচার ও নিউজ কাভার করে। (আকাশ/টুটুল/রুবি)