সেপ্টেম্বর ৩০: চীনের কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী চুই সাই অনের নেতৃত্বে ম্যাকাও বিভিন্ন মহলের প্রতিনিধি দল আজ (সোমবার) দুপুরে বেইজিংয়ে পৌঁছেছেন। তাঁরা গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ বছর হচ্ছে ম্যাকাও মাতৃভূমিতে ফিরে আসার ২০তম বার্ষিকী। প্রধান নির্বাহী চুই সাই অন জানান, মাতৃভূমি ম্যাকাও'র প্রতি যে যত্ন ও গুরুত্ব দিয়ে থাকে, তা ম্যাকাওবাসীরা গভীরভাবে উপলব্ধি করতে পারে। মাতৃভূমির সমর্থনে ম্যাকাও দেশের নির্মাণ ও উন্নয়নে অংশ নেয়ার চেষ্টা করে। পাশাপাশি ম্যাকাও নিজের প্রাধান্য কাজে লাগিয়ে দেশ নির্মাণের জন্য ইতিবাচক ভূমিকা পালন করার চেষ্টাও করে।
জানা গেছে, ম্যাকাও প্রতিনিধি দলের সদস্যদের সংখ্যা ১৫০জন। দলটি ২ অক্টোবর ম্যাকাওতে ফিরে যাবেন।
উল্লেখ্য, পয়লা অক্টোবর চীনের রাজধানী বেইজিংয়ে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানের পর কুচকাওয়াজ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
(আকাশ/টুটুল/রুবি)