সেপ্টেম্বর ৩০: আইন অনুযায়ী ৩০ সেপ্টেম্বর হচ্ছে চীনের শহীদ দিবস। এদিন সকালে জনগণের বীরদের প্রতি পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান রাজধানী বেইজিংয়ের থিয়েন আন মেন মহাচত্বরে আয়োজিত হয়। প্রেসিডেন্ট সি চিন পিংসহ সিপিসি ও দেশের নেতৃবৃন্দ ও রাজধানী বেইজিংয়ের বিভিন্ন মহলের চার সহস্রাধিক প্রতিনিধি একসাথে অনুষ্ঠানে অংশ নেন। তারা শহীদদের স্মরণ করেন এবং দেশের পক্ষ থেকে বীরদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আগে, সি চিন পিংসহ সিপিসি ও দেশের নেতৃবৃন্দ চেয়ারম্যান মাও'র মেমোরিয়াল হলে কমরেড মাও চেতংসহ আগের প্রজন্মের বিপ্লবীদের স্মরণ করেন।
থিয়েন আন মেন মহাচত্বরে সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান শুরু হয়। সবাই গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় সঙ্গীত গান। তারপর সবাই নীরবে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন এবং তারপর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য যে, এ বছর হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। পরিসংখ্যান থেকে জানা যায়, জাতির স্বাধীনতা, জনগণের মুক্তি, দেশের সমৃদ্ধি ও জনগণের কল্যাণের জন্য প্রায় ২ কোটি চীনা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন।
২০১৪ সালের অগাস্ট মাসে, প্রতি বছরের ৩০ সেপ্টেম্বর চীনের শহীদ দিবস হিসেবে নির্ধারণ করা হয়। এদিন দেশব্যাপী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ও স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়। (আকাশ/টুটুল/রুবি)